রাজনকে ‘চোর’ বানিয়ে মামলা প্রদানকারী ওসি আলমগীর ও আমিনুলকে রাজন হত্যার আসামী করা উচিত ছিল

কাউসার চৌধুরী : শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকান্ডের পর নিহতের পিতা ৪ জনের নাম উল্লেখ করে জালালাবাদ থানায় এজাহার দেন। কিন্তু নিহতের পিতার এজাহার গ্রহণ না করে রাজনকে ‘চোর’ বানিয়ে ২ জনের নাম উল্লেখ করে মামলা দেন এস আই (সাসপেন্ড) আমিনুল। পর দিন আদালতে দেয়া প্রতিবেদনে ওসি (তদন্ত) আলমগীরও রাজনকে ‘চোর’ বলে উল্লেখ করেন। এরা রাজনের খুনীদের বিদেশে পালিয়ে যেতে ও রক্ষা করতে সহায়তা করেছে। এজন্যে ওসি আলমগীর ও এসআই আমিনুলকে রাজন হত্যা মামলায় আসামীভুক্ত করা উচিত ছিল “ বলে মন্তব্য করেছেন নিহত রাজনের পিতা শেখ আজিজুর রহমান আলম। গতকাল বুধবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে রাজন হত্যা মামলার সাক্ষ্যদানকালে তিনি এই মন্তব্য করেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গতকাল মামলার বাদী সাসপেন্ড হওয়া এসআই আমিনুল ও নিহতের পিতা শেখ আজিজুর আদালতে সাক্ষ্য দেন। চলতি মাসে আরো ৮ কার্য দিবসে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্য দিতে মামলার বাদী সাসপেন্ড হওয়া এসআই আমিনুল, নিহতের পিতা শেখ আজিজুর ও মা লবুনা বেগম গতকাল সকাল ১০ টায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন। কিন্তু লুবনা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আদালতে আবেদন জমা দিয়ে সময় প্রার্থনা করলে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বেলা পৌণে ১১টায় আদালতের হাজতখানা থেকে কড়া পুলিশ প্রহরায় আসামী মুহিত আলম, আলী হায়দার, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজ উদ্দিন, দুলাল আহমদ, নুর আহমদ, ফিরোজ মিয়া, আছমত উল্লা ও আয়াজ আলীকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এর আগে সকাল ৯টায় এদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে পুলিশ। সকাল ১০টার পর আদালত এলাকায় ঘাতকদের ফাঁসির দাবীতে উৎসুক জনতা দফায় দফায় মিছিল করেন। এ সময় তারা নানা শ্লোগানও দেন। আদালত সূত্র জানায়, ১০ আসামীর উপস্থিতিতে বেলা সাড়ে ১১টায় শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথমে সাসপেন্ড হওয়া এসআই ও মামলার বাদী আমিনুল ইসলামের সাক্ষ্য নেন আদালত। আমিনুল তার সাক্ষ্যে নিহত রাজনের লাশসহ মাইক্রোবাস উদ্ধার, মামলা রেকর্ডসহ বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। আমিনুলের সাক্ষ্য গ্রহণ বেলা সোয়া ১টা পর্যন্ত চলে। এরপর সাক্ষ্য দেন নিহতের পিতা শেখ আজিজুর রহমান আলম। আজিজ তার সাক্ষ্যে পুলিশের গাফিলতি তুলে ধরে দায়ী কর্মকর্তাদের এ মামলায় আসামী করার পক্ষে বক্তব্য দেন। তিনি মামলার আসামীদের শাস্তি প্রদানের মাধ্যমে আদালতের নিকট ন্যায় বিচার দাবী করেন। আজিজের সাক্ষ্য গ্রহণ চলে বেলা আড়াইটা পর্যন্ত। মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পিপি এডভোকেট মফুর আলী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, এডভোকেট শওকত আলী ও এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী সাক্ষীদের সহায়তা করেন। কাঠগড়ায় উপস্থিত ১০ আসামীর পক্ষে এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট আক্তারুজ্জামান ও এডভোকেট আলী হায়দার ফারুক সাক্ষীদের জেরা করেন। পলাতক ৩ আসামীর পক্ষে জেরা করেন স্টেট ডিফেন্স এডভোকেট শাহ আলম। আগামী ৪, ৭, ৮, ১১, ১২, ১৪ ও ১৫ অক্টোবর এ মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। মামলার ২৮ সাক্ষীর মধ্যে প্রথমদিন গতকাল দু’জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বাকী ৩৬ সাক্ষীর সাক্ষ্য পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল খালিক বলেন, ঘটনাটি যে রকম উপস্থাপন করা হয়েছে- প্রকৃত ঘটনা এটি নয়। তিনি দাবী করেন, লোকজন চোর সন্দেহে রাজনকে ধরেছিল। এর পক্ষে তথ্য প্রমাণের কথাও তিনি বলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মফুর আলী বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আমরা কাজ করছি। এটি আলোচিত হত্যাকান্ড। শিশুকে চোর বানানো হয়েছিল ঘাতকদের রক্ষার জন্যে। আমরা সাক্ষ্য প্রমাণে প্রমাণ করব। আদালতের নিকট আমরা ন্যায় বিচার প্রার্থনা করেছি। আদালত সূত্র জানায়, গত ৮ জুলাই বুধবার সকালে শহরতলীর কুমারগাও এলাকায় নির্মমভাবে পৈশাচিক কায়দায় শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডে জড়িতদের রক্ষা করা ও ঘাতক কামরুলকে সৌদি আরবে পালিয়ে যেতে সহায়তা করায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর, সেকেন্ড অফিসার এস আই জাকির ও এসআই আমিনুলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনায় ১৬ আগস্ট রোববার মহানগর গোয়েন্দা পুলিশ এর পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দেন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ১৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঐ দিনই আদালত সাক্ষ্য গ্রহণের জন্যে অক্টোবর মাসের ৯ কার্য দিবস ধার্য করেন। ধার্য তারিখ হিসেবেই গতকাল থেকে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করলেন আদালত। মামলার ১৩ আসামীর মধ্যে কামরুল ইসলাম, শামীম আহমদ ও পাভেল আহমদ পলাতক। তবে কামরুল সৌদী আরবে আটক রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কারাগারে আটক ১০ আসামীর মধ্যে মুহিত আলম, আলী হায়দার, ময়না চৌকিদার, দুলাল আহমদ, নুর আহমদ, ফিরোজ মিয়া, আছমত উল্লা ও আয়াজ আলী নিজেদের অপরাধ ও সম্পৃক্ততা স্বীকার করে ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এদিকে, সাক্ষ্য গ্রহণের পর আদালত চত্বরে অপেক্ষমান সাংবাদিকদের বাদী ও আসামী পক্ষ ব্রিফিং করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *