চুনারুঘাটের জারুলিয়া দাখিল মাদ্রাসায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার- এক ছাত্রীর নাম ধরে ওয়াজ রেকর্ডিং করে ওয়াটসঅ্যাপে আপলোড করার ঘটনা নিয়ে চুনারুঘাটের জারুলিয়া দাখিল মাদ্রাসায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। গত শনিবার সকালে বিক্ষোভ ছাত্ররা ওই প্রতিষ্ঠানের অভিযুক্ত ৫ শিক্ষার্থীর বিচার দাবিতে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার সকালে উত্তেজিত প্রতিবাদী ছাত্র ও এলাকার যুব সম্প্রদায় অভিযুক্ত ৫ যুবককে আটক করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে শাস্তির দাবি জানিয়েছে। এলাকাবাসী জানান, এক মাস আগে জারুলিয়া দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী মোজাক্কির হোসেন একই ক্লাসের এক ছাত্রীর নামে নিজ কণ্ঠে ওয়াজ রেকর্ডিং করে তা ওয়াটসঅ্যাপে আপলোড করে। গত ৩০শে সেপ্টেম্বর ওয়াটসঅ্যাপের ওই ঘটনা প্রকাশ পেলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম হয়। এ ফাঁকে এলাকার যুবসমাজ ওয়াটসঅ্যাপ হোতাদের শনাক্ত করতে মাঠে নামে এবং একসময় ওই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী মোজাক্কির, কামরুল, মামুন, হাফিজ, ফাহিম ও কামরুলকে আটক করে মাদ্রাসা সুপারের কাছে হস্তান্তর করে। এ ঘটনা মীমাংসাকল্পে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার কয়েক শ’ মানুষ শনিবার সকাল ১০টায় এক সালিশে বসেন এবং বিষয়টি শক্ত হাতে দেখার সীদ্ধান্ত নেন। প্রতিবাদী যুবক পায়েল বলেন, মোজাক্কির ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য। মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করায় মোজাক্কিরকে দক্ষিণ ছনখলা মসজিদের ইমামতি থেকে সম্প্রতি অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, বিগত সময়ে এসব ঘটনার কারণে ডুলনা গ্রামের এক ছাত্রী আত্মহত্যা করেছিল। এ ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামী দু-একদিনের মধ্যে কমিটির সভা আহ্বান করে এ বিষয়ে ব্যবস্থা নেবো। ওই ৫ ছাত্রের অভিযোগ প্রমাণিত হলে তাদের মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *