ভয়াবহ পরিবেশ ঝুঁকিতে হবিগঞ্জের চা-শিল্প

আবুল হাসান ফায়েজ -ভয়াবহ পরিবেশ ঝুঁকিতে হবিগঞ্জের চা-শিল্প। আইন লংঘন করে বালু উত্তোলনের ফলে পানি নিস্কাশনের ছড়া এখন বিস্তৃর্ণ খেলার মাঠে পরিণত হয়েছে। ওই ছড়ায় বিকেল বেলায় শিশু-কিশোররা ফুটবল খেলা করে। ছড়ার প্রশস্ততা বাড়ছে। বাগানের চা গাছ থেকে ছড়ার গভীরতা ১০/১৫ ফুটে চলে আসছে।ফলে প্রতিনিয়ত তাজা চা গাছ ছড়ায় পতিত হচ্ছে। সামান্য বৃষ্টিতে ওইসব গাছ ছড়ার পানিতে ডুবে মারা যাচ্ছে। শুধু চা গাছ নয়, রামগঙ্গা এলাকায় চা শ্রমিকদের নিজস্ব বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ বাগান ছড়ার পানিতে তলিয়ে যাচ্ছে। বাসা-বাড়ীও রয়েছে চরম ঝুঁকিতে। চন্ডীচড়া এলাকায় ৩টি নবনির্মিত ব্রিজের মাটি সরে যাচ্ছে। ফলে একাধিক স্থানে গ্যাস পাইপ বেরিয়ে আসছে। রামগঙ্গার একটি কালভার্টের অস্তিত্ব বিলীন হয়ে কোনরকম দাঁড়িয়ে আছে। ডানকান ব্রাদার্স লিমিটেড চান্দপুর চা বাগান ব্যবস্থাপক তাদের বাগানের ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে বাঁধা প্রদান করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। কোন কোন এলাকায় তারা খুঁটি বসিয়ে সীমানা প্রাচীর তৈরী করে রেখেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *