মজুরি বেড়েছে চা শ্রমিকদের

স্টাফ রিপোর্টার – নানা আন্দোলনের পর অবশেষে চা শ্রমিকদের মজুরি ৬৯ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘ দিনের দাবি ছুটির দিনের মজুরিও পাচ্ছেন তারা। তবে চাকরি থেকে অবসর গ্রহণের পর চা শ্রমিকরা ছুটির দিনের মজুরি এককালীন পেনশন হিসেবে পাবেন। এদিকে শ্রমিকরা কোন প্রকার পেনশন কিংবা আনুতোষিক না পেলেও বর্তমান চুক্তি বাস্তবায়ন হলে তারা প্রথম বারের মতো অবসরে গিয়ে এ টাকা পাবেন। একই সঙ্গে চলতি বছরের জানুয়ারি থেকে মজুরি বৃদ্ধির প্রস্তাব অনুমোদন হলে শ্রমিকরা এরিয়া হিসেবে প্রত্যেকে আরও প্রায় সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন। এতে লস্করপুর ভ্যালির দেশী-বিদেশী ১৭টি চা বাগানের প্রায় ২৪ হাজার শ্রমিকের জন্য চা বাগান কর্তৃপক্ষকে বছরে অতিরিক্ত সাড়ে ১৪ কোটি টাকা গুনতে হবে। চা শ্রমিক নেতারা ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায় গত ৩ বছর ধরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। এ নিয়ে চা শ্রমিক ইউনিয়ন ও বাগান কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একই সঙ্গে শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের (প্রতি রোববার) মজুরি দাবি করা হয়। এ নিয়ে তারা নানা কর্মসূচি পালন করে চূড়ান্ত আন্দোলনের দিকে প্রস্তুতি নিলে চা বাগান মালিক সংগঠন চা সংসদ ও চা শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসেন। ২০শে সেপ্টেম্বর চা শ্রমিক ইউনিয়ন নেতারা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের সঙ্গে একাধিকবার আলোচনা করে তাদের মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং একই সঙ্গে ছুটির দিনের মজুরি ৮৫ টাকা হারে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি মাসের চুক্তি বাস্তবায়ন হলে চলতি বছরের জানুয়ারি থেকে তারা এ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে তারা বর্ধিত দৈনিক হাজিরা ১৬ টাকা করে বেশি পেতে পারেন। এ হিসাবে গত ৯ মাসের হাজিরা শ্রমিকরা এরিয়ার বিল হিসেবে পাবেন। এতে করে প্রত্যেক শ্রমিক গত ৯ মাসের হাজিরা এরিয়ার হিসাবে সাড়ে ৩ হাজার টাকারও বেশি পাবেন। একই সঙ্গে জানুয়ারি মাস থেকে তাদের ছুটির দিনের মজুরি জিপি ফান্ডে জমা হবে। এ হিসাবে একজন শ্রমিক চাকরি জীবন শেষ করে প্রতি বছরের জন্য প্রায় ৪ হাজার ৪২০ টাকা পাবেন। এতে একজন শ্রমিকের ৬০ বছর পূর্ণ হলে যত বছর চাকরি করবেন তিনি সেই হিসাবে ঐ টাকা পেনশন হিসেবে পাবেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *