রাস্তা, বিদ্যুৎ ও গ্যাস এর দাবি চুনারুঘাট পূর্বাঞ্চলের জনগণের

আবু তৈয়্যব আল হোসাইন : হবিগঞ্জ জেলার আটটি থানা, যার মধ্যে একটি থানার নাম চুনারুঘাট। যেখানে অগণিত রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, খেলোয়ার, কামার, কুমার, তাঁতী ও চাষিসহ বাস করে কয়েক লাখ মানুষ। এখানে জন্ম নিয়েছেন অসংখ্য ওলি, গাওস, কুতুব, পীর, বুজুর্গ, সমাজপতি, বিচারপতি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রবাসী। দেশে-বিদেশে যাদের নেতৃত্ব ও অবদান অনস্বীকার্য। যাঁদের নামে আমরা বুকফুলিয়ে ঘুরে বেরাই দেশ-বিদেশে। এত সুনাম ও সুখ্যাতি থাকা সত্ত্বেও এই চুনারুঘাটের অনেক এলাকার মানুষ দিনাতিপাত করছে অনহেলায়-অবলিলায়। যেন তাদেরকে দেখার মত কেউ নেই। তাদের দুঃখ-দুর্দশা লাগব করার কেউ নেই। সর্বদাই তাদেরকে কোন লৌহমানবের আবির্ভাবের স্বপ্ন দেখতে হয়। যিনি এসে তাদের সমস্ত দুঃখ-কষ্টের কালিমাকে দূর করে দিবেন, এমন মধুর বানি শোনতে শোনতে ওই অবহেলিত লোকজন হাফিয়ে উঠছিলেন। কিন্তু এ বানি রয়ে গেল দূরে বহু দূরে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সুযোগ- সুবিধা বঞ্চিত এলাকার জনসাধারণ। যদিও ইতোমধ্যে চুনারুঘাট শহর ও আশপাশের কিছু এলাকায় গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ হয়েছে, কিন্তু সিংহভাগ এলাকাই এসব সুবিধা থেকে রয়েছে বঞ্চিত। বিশেষ করে খোয়াই নদীর পূর্বপাড়ের জনবহুল এলাকাগুলো পড়ে আছে চরম অবেহেলায়। রাস্তাঘাট, গ্যাস ও বিদ্যুৎ এর অপেক্ষায় অতিবাহিত করতে হচ্ছে যুগের পর যুগ। সুন্দর বনের পরই যে বণ্য অভয়ারণ্যের অবস্থান যার সৌন্দর্য্য দেখার জন্য দেশ-বিদেশের পর্যটকগণ ভিড় জমান। যেখানে আকর্ণনীয় শুটিংয়ের জন্য ছুটে আসে চলচিত্র নির্মাতাগণ। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, এমন সৌন্দর্য্য স্থান রেমা-কালেঙ্গায় যেতে হয় পায়ে হেটে ! শীত মৌসুমে যদিও মেঠু পথে হেলে-দুলে গাড়ী চললেও বর্ষাকালীন সময়ে গাড়ী চলাচল হয়ে উঠে অকল্পনীয়। রাস্তার অভাবে ওই এলাকার কৃষকগোষ্ঠী ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না ধান, শাক-সবজিসহ বিভিন্ন ধরণের ফলমুল। এমনই অবস্থায় গাড়ীর ঝাঁকুনিতে কোন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে চলা-ফেরা হয়ে উঠছে দূর্বিসহ। ডিজিটাল দেশ গড়ার অঙ্গিকার নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে তথাপি ওই জনবহুল এলাকা রাস্তা আর বিদ্যুতের অভাবে পড়ে আছে অন্ধকারে। এখানের মানুষ টচলাইট অথবা মোবাইল চার্জ দিতে পারছেন না। ফ্রিজ, বৈদ্যুতিক পাখা আর এসির তো কল্পনাও করতে পারছেন না অবহেলিত বঞ্চিত লোকজন। বাংলাদেশের সর্ব বৃহৎ বিবিয়ানা গ্যাস ফিল্ড যদিও হবিগঞ্জে অবস্থিত এবং এখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্যাস সার্ভিস করা হচ্ছে, তথাপি হবিগঞ্জ জেলার স্থায়ী বসবাসকারী মানুষ এসব সুবিধা হতে বঞ্চিত হওয়া এটা কিছুতেই মেনে নেয়া যায় না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *