চুনারুঘাটে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগীতায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় যৌতুুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও সেনিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মূখ্য আলোচক ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ জাফর ইকবাল ও জেলা তথ্য অফিসার মোঃ গিয়াস উদ্দিন। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আঃ খালেক, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক আঃ রেজ্জাক রাজু ও ফারুক মাহমুদ। কর্মশালায় জনপ্রতিনিধি, কাজী, ধর্মীয় নেতা, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *