চুনারুঘাটে ৩টি ডাকাতি ॥ ২০ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটে গত এক সপ্তাহে চা-বাগান ও ২টি পল্লীতে ৩ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের আক্রমনে গৃহকর্তাসহ ৮ জন আহত হয়েছেন। ডাকাতরা গৃহকর্তা ও শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। জানা যায়, গত মঙ্গলবার রাত ২টায় উপজেলার আমু চা-বাগানের চা শ্রমিক দিলিপ তাতী (৫০) এর ঘরের গ্রীল কেটে সংঘবদ্ধ ১০/১৫ জনের একদল ডাকাত প্রবেশ করে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ ৩লক্ষ টাকাসহ স্বর্ণলাক্ষার ও মালমাল লুট করে নিয়ে যায়। অপরদিকে গত রবিবার রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আঃ জলিলের বসত ঘরে ১৩/১৪ জনের একদল ডাকাত চক্র দেশীয় অস্ত্র দিয়ে গ্রীল কাটার সময় পরিবারের লোকজন ডাকাত দলকে দাওয়া করলে পালিয়ে। ওই দিন একই গ্রামের রিপন (২৬) এর বসত ঘরে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪লক্ষ টাকাসহ স্বার্ণালক্ষার ও মালমাল নিয়ে যায়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা হয়েছে। ঘটনার স্থানগুলি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী পরিদর্শন করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *