চুনারুঘাট যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (চঃদা) হোসেন শাহ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। তিনি অন্য উপজেলায় মূল দায়িত্বে থাকায় সপ্তাহের এক’দু দিন এখানে এসে তরিগরি করে বিভিন্ন প্রকার অনিয়মের মাধ্যমে কাজ শেষ করে চলে যান। এতে ভোক্ত-ভোগীদের অধিকাংশরাই আর্থিক মানসিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আদালত থেকে প্রেরণ বিভিন্ন মামলার তদন্তকালে তিনি বাদী-বিবাদীকে ডেকে নিয়ে আসলেও কখন যে কার পক্ষে রিপোর্ট দিয়ে দেন বলা মুশকিল। স্বাক্ষীদের জবানবন্দী রেকর্ড করার পরও প্রতিবেদন আদালতে প্রেরন করেন নিজের মতো করে। এতে অনেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অফিসের একটি সূত্র জানায়, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ জেলার সদর এলাকার বাসিন্দা হওয়ায় তিনি অনেকটা গায়ের জোড়েই অফিসের কার্যক্রম চালিয়ে থাকেন। এতে অফিসের অন্যান্য কর্মচারীরাও থাকেন ভীতসন্ত্রস্থ। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা (চঃদা) হোসেন শাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করতে গেলে সবাইকে খুশি করা যায় না। দু’টি উপজেলায় দায়িত্ব পালন করা আমার জন্য কষ্টসাধ্য। এ বিষয়ে প্রশাসনকে ভূমিকার নেয়ার দাবী জানিয়েছেন ভোক্তভোগীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *