ডাকাত-বনদস্যু ও ছিনতাকারী এখন সংঘবদ্ধ গাছ চোরদের অতর্কিত হামলায় সাতছড়ি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বনকর্মী গুরুতর আহত

খন্দকার আলাউদ্দিন : সংঘবদ্ধ গাছ চোর ও ডাকাতদের হামলায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার (৩৫), বনকর্মী বুলবুল আহমেদকে বেধড়ক মারপিটে রক্তাক্ত আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাথা থেকে অধিক রক্তকরনের কারনে গতকাল রোববার গোলাম সারোয়ারকে সিটিস্কেন করানোর জন্য বি-বাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা জানতে পারেন সংঘবদ্ধ একদল গাছচোর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তেলমাছড়া বিটের শেষ প্রান্ত থেকে গাছ কেটে নোয়াপাড়া ভূইকন্টপুর চা-বাগানে নিয়ে জমা করছে। এ খবরের ত্তিত্তিতে রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার, বনকর্মী বুলবুল আহমেদকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পাচারকারীদের গাছ কাটা নিয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে গাছ পাচারকারীরা দেশীয় লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধরক মারপিট শুরু করে। এতে রেঞ্জ কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। তিনি মাটিতে লুটে পড়লে সংবদ্ধ চোরের দল পালিয়ে যায়। তেলমাছড়া বিট কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন, এফজি আলি হায়দার দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সম্প্রতি সাতছড়ি, তেলিয়াপাড়া সংঘবদ্ধ গাছ পাচারকারী সক্রিয় হয়ে উঠেছে। সাথে যোগ হয়েছে ওই ডাকাতদল। বনদস্যু ও রোড ডাকাত এখন এক হয়ে ডাকাতি ও গাছ পাচারে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে তারা সাতছড়ি, তেলিয়াপাড়া, সুরমা এলাকায় ৬/৭টি গন ডাকাতির ঘটনাও ঘটিয়েছে। দিনে-দুপুরে ছিনতাই জাতীয় উদ্যানে পর্যটকদের জিম্মি করে মোবাইলসহ টাকা-পয়সা ছিনতাই করেছে শতাধিকভাবে। এদের ভয়ে সন্ধ্যার পর চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে যান চলাচল ও সীমিত হয়ে আসছে। আতংকগ্রস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা ও বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সাতছড়ি জাতীয় উদ্যানের নিয়োজিত কর্মী জসিম জানান, ছিনতাই কাজে অধিকাংশরাই তেলিয়াপাড়া সংলগ্ন বাসিন্দা। পর্যটক হিসেবে জাতীয় উদ্যানে প্রবেশ করে তারা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ অবস্থায় চলতে থাকলে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের প্রকৃতি হারাবে তার নিজস্বত্ত্বা। বিলুপ্ত হয়ে যাবে বিভিন্ন প্রজাতির পাখি, বানর, সরীসৃপসহ সব প্রানীগুলো। জাতীয় উদ্যান হয়ে পড়বে অরক্ষিত।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *