বাহুবলে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে চেয়ারম্যান পুলিশসহ আহত অর্ধশতাধিক

আজিজুল হক সানু, বাহুবল : বাহুবলে সালিশ বৈঠকে দু’পক্ষের লোকজনদের এক রক্তক্ষয়ী সংঘর্ষে জনপ্রতিনিধি ও পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বেলা দেড়টায় উপজেলার কাশিপুর গ্রামে। জানা যায়, কয়েকদিন পূর্বে উপজেলার কাশিপুর গ্রামের প্রবাসী ফজল মিয়াকে রাস্তায় আটকিয়ে একই গ্রামের মধু মিয়া ও তার লোকজন মারধর করে টাকাসহ মালামাল লুট করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে আপোসে মীমাংসার উদ্যোগ নেন স্থানীয়রা। গতকাল বেলা দেড়টায় কাশিপুর গ্রামের মসজিদের মাঠে এক সালিশ বসে। সালিশের এক পর্যায়ে মধু মিয়া ও ফজলু মিয়ার লোকজনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে উভয়পক্ষের লোকজনের ইট পাটকেলের আঘাতে বাহুবল মডেল থানার এস আই আজিজুর রহমান নাঈম ও কনস্টেবল মোর্শারফ হোসেনসহ লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু আহত হন। আহত অবস্থায় আবুল কালাম (৩৫), আঃ মালেক (৩৬), রাসেল মিয়া (৪০), সোহেল মিয়া (৩০), ইমান আলী (৩৫), জিলা মিয়া (৫৫), সামছুল মিয়া (২৭), আব্দুল জাহির (৫৫), আঃ আলী (৩৬), আয়াত আলী (৩৬), আঃ মন্নান (৩০), সমুজ আলী (৪০) ও মানিক মিয়া (৪০) কে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া অন্যান্যদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *