বিদেশে শ্রমিক, দেশে সাংবাদিক!বেপরোয়া হলুদ-ভূয়া সাংবাদিকদের রুখবে কে?

প্রথম সেবা রিপোর্ট : হবিগঞ্জ‘র উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ বিটগুলোকে কেন্দ্র করে হলুদ ও ভূয়া সাংবাদিকের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এসব হলুদ ও ভূয়া সাংবাদিকদের জালে শিকার হয়ে অনেকেই সর্বস্ব খোয়াচ্ছেন। এদের জ্বালা যন্ত্রনায় সুশিল সমাজ ও ভুক্তভোগীরা পুরোপরি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এসব ভূয়া সাংবাদিক-দেরকে অনেকে সাংঘাতিক বলতেও দ্বিধাবোধ করেন না। এদের মানুষিক অত্যাচারে ও কথিত সংবাদ প্রকাশ অতঃপর তদবীরে অজুহাতে অর্থ কামাই থেকে কেউই পরিত্রান পাচ্ছেন না। স্থানীয় কিংবা জাতীয় কিছু অখ্যাত পত্রিকার পরিচয় পত্র বহন করে এসব ভুয়া সাংবাদিকরা নিজেদের কাজ হাসিল করে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আচার-ব্যবহার ও ব্যক্তিগত ষ্টাইলের কোন বালাই না থাকায় কথিত পত্রিকায় একটি পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমেই এরা সাংবাদিক বনে যাচ্ছে। হলুদ ও ভুয়া সাংবাদিকদের দাপট দিন দিন বেড়েই চলছে। এসব ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌড়-ঝাঁপ অত্যাচার ও দালালীতে একদিকে জেলার প্রকৃত অভিজ্ঞ ও সিনিয়র সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে সাংবাদিকতার প্রতি সুশিল সমাজের আগ্রহ হারিয়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, কতিপয় কিছু সুবিধাভোগী ব্যক্তি সমাজে অন্যায়, অত্যাচার করে যখন অন্যকিছু করার উপায় খুঁজে পায়না তখন কোন অখ্যাত পত্রিকার পরিচয় পত্র এনে নিজেকে সাংবাদিক বানিয়ে নেয়। তখন তারা বীরদর্পে সাংবাদিক হিসেবে পরিচয় বহন করে ঘুরে বেড়ায় এবং নিজেদের কার্যসিদ্ধি করে নেয়। আবার অনেকে প্রবাসে কিছুদিন থাকার পর দেশে এসে নিজেদের স্বার্থ হাসিলের জন্য অখ্যাত কোন একটি পত্রিকার পরিচয় পত্র এনে নিজেকে সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেয়। মূলত এদের পদচারণা বেশি দেখা যায় থানা, আদালত এলাকা, ভূমি অফিস, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কিছু অফিসে। এদের কাজই হল দালালি করে অর্থ কামাই আর মোসাহিদগিরি করে নিজের কার্যসিদ্ধি করা। দেশের সাংবাদিক পরিচয় দেওয়া অধিকাংশরাই প্রবাসে শ্রমিক, গৃহকর্মী কিংবা নিম্নমানের কাজে কর্মে নিয়োজিত থাকেন বলে সংশ্লিষ্টরা নামপ্রকাশ না করার শর্তে জানিয়েছেন। আবার ঐসব ব্যক্তিরা দেশ থেকে কার্ড সর্বস্ব কোন পত্রিকার কার্ড নিয়ে বিদেশেও নানা ধান্ধায় অর্থ কামিয়ে থাকেন। জেলার বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ অফিসগুলোতে পর্যবেক্ষণ করে দেখা গেছে, যাদের জমিজমা নিয়ে বিরোধ কিংবা মামলা মোকদ্দমা রয়েছে এসব ব্যক্তিরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে কার্যসিদ্ধি করে যাচ্ছেন। এতে করে প্রকৃত গুণী ও নামীদামী ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মান ভূলন্ঠিত হচ্ছে। এসব ভূয়া ও অখ্যাত সাংবাদিকদের কাছ থেকে প্রশাসনের লোকজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছুটিয়ে ফায়দা আদার করছেন। তারাও এ বিষয়ে প্রতিকার মুলক ব্যবস্থা নিচ্ছেন না। ফলে হলুদ সাংবাদিকতা দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে সুশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার পাশাপাশি প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিবর্গ ও ভোক্তভোগীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *