মাতৃমঙ্গল হাসপাতাল থেকে নবজাতক চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি ॥ ১৪ দিন পর উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : নবজাত এক শিশুকে চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে হবিগঞ্জের মাতৃমঙ্গল হাসপাতালের আব্দুল হাই নামে প্রতারক এক কর্মচারী। তবে ঘটনার ১৪ দিন পর জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিমের অক্লান্ত প্রচেষ্টায় শিশুটি এখন ফিরে পেয়েছে মায়ের কোল। ঘটনাটি নিয়ে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ১৪ দিন পূর্বে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক এলাকার ইছাক মিয়ার বাড়াটিয়া অসীম চৌধুরীর স্ত্রী দিপালী রাণী রায় (৩৫) প্রসব বেদনা নিয়ে মাতৃমঙ্গল হাসপাতালে ভর্তি হন। এ সময় দিপালীর সাথে তার বড় কন্যা আনিতা রাণী রায়ও (১৪) সেখানে যায়। এর পর যথারিতি এক পুত্র সন্তান প্রসব করেন দিপালী। প্রসবের কয়েক ঘন্টা পর অন্যান্য স্টাফদের সহযোগীতায় ওই হাসপাতালের কর্মচারী আব্দুল হাই প্রাইভেট চিকিৎসা করানোর কথা বলে নবজাত শিশুটিসহ তার মা ও বড় মেয়ে আনিতাকে নিয়ে শহরের আদালত পাড়ায় যায়। সেখানে এক আইনজিবীর চেম্বারে নিয়ে তাদেরকে চিকিৎসা সংক্রান্ত কাগজ পত্রে স্বাক্ষর করার কথা বলে পাষন্ড প্রতারক আব্দুল হাই। তখন সরল বিশ্বাসে শিশুটির বড় বোন আনিতা রাণী ওই কাগজ পত্রে স্বাক্ষর করে। পরে প্রতারক আব্দুল হাই মা ও বোনকে ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে কৌশলে সটকে পরে। এর পর শিশুটির মা দিপালী ও বড় বোন আনিতা মাতৃমঙ্গল হাসপাতালে গিয়ে আব্দুল হাইকে খোঁজে বের করে। এসময় তার কাছে শিশুটির বিষয়ে জানতে চাইলে সে জানায় “তোমরা টাকার বিনিময়ে এফিডেভিটের মাধ্যমে শিশুটিকে বিক্রি করে দিয়েছ। কাগজে তোমাদের স্বাক্ষর আছে। বাচ্চা আর কোনদিন ফিরে পাবে না”। এ কথা শুনে যেন আকাশ ভেঙ্গে মাথায় পড়ে দিপালী ও আনিতার। বাকরুদ্ধ হয়ে পড়েন মা দিপালী। এর পর কোন উপায়ন্তর না পেয়ে জনৈক ব্যক্তির পরামর্শে জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের সরনাপন্ন হন দিপালী। বিষয়টি অবগত হওয়ার পর প্রতারক আব্দুল হাইয়ের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চান আতাউর রহমান সেলিম। আব্দুল হাই তখন নিজের দোষ স্বীকার করে জানায়, চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের জনৈকা এক মহিলার কাছে ৩৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দিয়েছে সে। পরে ওই মহিলার সাথে যোগাযোগ করে ঘটনার ১৪ দিন পর গত শনিবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় তার মায়ের কোলে। এসময় হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, জেলা যুবলীগ নেতা উম্মেদ আলী শামীমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘটনাটি শহরজুরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *