হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইভটিজিংকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইভটিজিংকে কেন্দ্র করে দু’দল যুবকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শহরের মোহনপুর এলাকার মরম তালুকদারের পুত্র দুলাল তালুকদার (২২) ও একই এলাকার রাজু মিয়ার পুত্র রেজুয়ান (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় দু’দল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিশেষ কোর্সের এক
শিক্ষার্থীকে ইভটিজিংকে কেন্দ্র করে মোহনপুর এলাকার দুলাল তালুকদারের সাথে বাকবিতন্ডা হয় ২ নংপুল এলাকার কালা মিয়ার পুত্র রাজা মিয়ার। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের যুবকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পরলে আশ-পাশের যুবকরা এসে অস্ত্রের মহড়া চালায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *