৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করায় …….

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা সদরের ডাক্তার ইলিয়াছ একাডেমীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির মুলহোতা মামুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকালে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের ইমামবাড়ী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বখাটে মামুন বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ এলাকার মুখলিছ মিয়ার ছেলে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী। উল্লেখ্য, গত রোববার সকালে ডাক্তার ইলিয়াছ একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী স্কুলে আসার পথে শ্লীলতাহানি করে বখাটে মামুন। এ ঘটনায় ছাত্রীর অভিভাবকরা মামুনের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেন। আইনি ব্যবস্থা নিতে অভিযোগ পত্রটিতে সুপারিশ করে থানার পুলিশের কাছে পাঠান আব্দুল মুছাব্বির। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মামুনের স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুছাব্বিরের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় প্রধান শিক্ষক ও তার স্ত্রী গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের সব কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসুচি পালন করেন। কর্মসূচিতে বখাটে মামুনসহ হামলাকারীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। অবশেষে গত শনিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।সুপারিশ করে থানার পুলিশের কাছে পাঠান আব্দুল মুছাব্বির। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মামুনের স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুছাব্বিরের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় প্রধান শিক্ষক ও তার স্ত্রী গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের সব কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসুচি পালন করেন। কর্মসূচিতে বখাটে মামুনসহ হামলাকারীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। অবশেষে গত শনিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *