অনার্স কোর্স ও শিক্ষক সংকটে চুনারুঘাট সরকারি কলেজ

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও অনার্স কোর্স চালু করার দাবীতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করলেও সফল হয়নি। র্দীঘদিনের এই সমস্যা দেখে মনে হচ্ছে কলেজটির যেন কোন অভিভাবক নেই। জানাযায়, ১৯৭৩ সালে এলাকার মরহুম আলহাজ্ব ছুরুক আলী চেয়ারম্যানসহ একদল শিক্ষানুরাগী অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে কলেজটি প্রতিষ্টিত হয়। কলেজটি সরকারিকরণ করা হয় ১৯৮৬ সালে। এর পর থেকে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কলেজের শুরু থেকেই ঐচ্ছিক কোন বিষয় নেই। র্দীঘদিন ধরে ছাত্র ছাত্রীদের ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান বিষয় খোলার দাবী থাকলেও তা পূরন হচ্ছে না। এ অবস্থায় এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা র্পাশ্ববর্তী জেলা কিংবা অন্য কলেজে ভর্তি হচ্ছে। যার ফলে কলেজটি দিন দিন ছাত্র সংকটে পড়ছে। ২০১২-২০১৩ সেশনে (এরপর পৃষ্ঠা-৩) ডিগ্রি ক্লাসে মাত্র ২ জন ছাত্র। বর্তমানে ৫শ ৪৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে চুনারুঘাট সরকারী কলেজ। শিক্ষক সংকট ও সাবজেক্ট সমস্যা থাকায় ছাত্র-ছাত্রীরা পড়েছেন বিপাকে। কলেজে কোন গ্রন্থাগারিক না থাকায় লাইব্রেরীতে রক্ষিত বই গুলো নষ্ট হচ্ছে। শরীর র্চচা শিক্ষকের পদ শূন্য। কলেজে নিজস্ব কোন খেলার মাঠ নেই। ছাত্রাবাস না থাকায় দূর দূরান্তের ছাত্র-ছাত্রীদের কলেজে আসা যাওয়ায় দারুন অসুবিধা হয়। কেন্টিন নেই। কম্পিউটার অপারেটর না থাকার ফলে কলেজে রক্ষিত ৪ টি কম্পিউটার নষ্ট হচ্ছে। কলেজে সরজমিন গিয়ে, বাহিরের দৃশ্য দেখে মনে হয়নি কলেজের ভেতরের অবস্থা এমন। শিক্ষক সমস্যাসহ বিভিন্ন সমস্যার বেড়াজালে আবদ্ধ চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে চলছে মন্থরগতি। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ জানান, বর্তমানে পৌরনীতির ২ জন ও ব্যবস্থাপনার ১ জন প্রভাষকের পদ শূন্য রয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেন,কলেজটির করুন অবস্থা আমার জানা ছিল না। সমস্যা সমাধারে অচিরেই ব্যবস্থা নিব । শিক্ষানুরাগী ডাক্তার নূরুল ইসলাম বলেন,একটি ক্লাসে দু জন ছাত্র এটা হাস্যকর ও লজ্জাস্কর। চুনারুঘাট কলেজের প্রবীণ ছাত্র চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, আমি জেলা পরিষদ মিটিং এ বার কয়েক চুনারুঘাট কলেজের দূর অবন্থার কথা উল্লেখ করেছি। কিšুÍ কাজের কাজ কিছুই হয়নি। ফলে ছাত্রছাত্রী উল্লেখিত সমস্যার কারনে অন্যত্র কলেজে গিয়ে ভর্তি হচ্ছে। বিধায় চুনারুঘাট কলেজে ছাত্র-ছাত্রীর সংকট দেখা । এ অবস্থা চলতে থাকলে আগামী বছর শূন্যের কোটায় আসতে পারে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *