মুড়ারবন্দে পবিত্র আশুরা পালিত মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতীর ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবার ও চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার মুড়ারবন্দ দরবার শরিফ এলাকায় কুতুব মঞ্জিল এর পাঞ্জাতন মোকাম উদ্যোগে দিন ব্যাপি জারী ও মরশিয়া ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৩ টায় পাঞ্জাতন মোকাম ও মুড়ারবন্দ দরবার শরিফের খাদেম পীরজাদা সৈয়দ মানিক শাহ চিশতি ও মুড়ার বন্দ দরবার শরিফের মোতাওয়াল্লী পীর জাদা সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি নেতৃত্বে বিরাট একটি তাজিয়া মিছিল বের করা হয়। উক্ত তাজিয়া মিছিল টি কাজির খিল হযরত সৈয়দ সামশুদ্দিন (রঃ) ওরফে নূর আহমেদ মাজার শরিফে সমাগম হয়ে প্রায় ৩ কিলোমিটার খোয়াই নদীর বাধের উপর দিয়ে মিছিলটি নিয়ে মুড়ারবন্দ দরবার শরিফে কুতুবুল আউলিয়ার মাজারে এসে শেষ হয়। এ মিছিলে অংশ গ্রহন করে মুড়ারবন্দ দরবার শরিফের খাদেম সৈয়দ মামুন শাহ,খাদেম এম মোজাম্মেল আহমেদ হামিদ, খাদেম শাহ সৈয়দ ইউনুছ আহমেদ, শায়েস্তাগঞ্জ দাউদ নগর সৈয়দ হাসান উল্লা (রঃ) ওরফে নাছির প্রকাশ ছাওয়ালপীর দরবার শরিফে সহঃ মোতাওয়াল্লী ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল হক রেনু সহ¯্রাধিক লোকের সমাগম হয়। এ ছাড়া চুনারুঘাট থানা এস আই জাহিদ, এ এস আই আলমাছ, এএসআই আরিফ সহ পুলিশের কনষ্টেবল সর্বক্ষনিক নজরদারি রেখেছিলেন। সুশৃংখল পরিবেশে পবিত্র আশুরা পালন করায় মোতাওয়াল্লী সৈয়দ শফিক আহমেদ চিশতী ভক্ত, আশেকান, প্রশাসনসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *