জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

প্রথম সেবা ডেস্ক : আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৫। এবার এ পরীক্ষায় অংশ নেবেন ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।মন্ত্রী আরও জানান, এবার জেএসসি পরীক্ষায় ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন অংশ নেবেন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন বেশি বলেও এ সময় জানান নুরুল ইসলাম নাহিদ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *