প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

চুনারুঘাট থানার নতুন ওসি নির্মলেন্দু চক্রবর্তী যোগদান

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নির্মলেন্দু চক্রবর্তী। গত বুধবার সন্ধায় চুনারুঘাট থানায় যোগদানকালে থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন সহ থানার সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন। এর পূর্বে তিনি বানিয়াচং থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্মলেন্দু চক্রবর্তী ১৯৯০ সালে পুলিশ বিভাগে চাকুরিতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট, হবিগঞ্জ সদর, বি-বাড়িয়া, মৌলভীবাজার ও কুমিল্লায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ জেলা সদরের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয় ও ১ ছেলের জনক। নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাট উপজেলার সকলের কাছে সহযোগীতা ও আশির্বাদ কামনা করছেন।

ইসলামী শিক্ষার অভাবে যুব সমাজ ধবংসের দিকে ধাবিত হচ্ছে

মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন, ইসলামী শিক্ষার অভাবে দেশের যুব সমাজ তাদের নৈতিকতা হারিয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে। আমরা ছোটবেলা মসজিদ ও মক্তবে গিয়ে কায়দা-ছিপাড়া পড়ে ধর্মীয় নীতি নৈতিকতা অর্জন করতে সক্ষম হয়েছি। মুসলমান ছেলে মেয়েদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলামে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। ধর্ম কর্ম পালনের পাশাপাশি দেশ, জাতির শান্তি ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইমাম ও আলেম ওলামাদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান। তিনি গত ২৩ জানুয়ারী মাধবপুর উপজেলাধীন ইটাখোলা কাশিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহিউজ্জামান হারুনের মাতা মরহুমা হাজী ...

মাধবপুরের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

মাধবপুর প্রতিনিধি ঃ মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৫ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। শনিবার রাতে পৃথক স্থানে বিজিবি’র ধর্মঘর বিওপি’র সুবেদার এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সব মাদক দ্রব্য আটক করা হয়। অন্যদিকে একই উপজেলার পূর্ব শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ-৭২ বোতল এবং ওই উপজেলার ১৫ নং ন্যাশনাল চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ঔষুধ-৯৯৬ পিস আটক করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ।

নবীগঞ্জে যুবলীগ নেতার বাসায় ডাকাতি আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট

নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে একদল ডাকাত হানা দিয়ে বাসার সামনের গেইটের ভালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ২টি ল্যাপটপ, ৩টি দামী মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্রসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হবিগঞ্জে রাজনৈতিক দলের ব্যানারে ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ জনমনে প্রশ্ন?

বিশেষ প্রতিবেদক ঃ হবিগঞ্জ এখন শান্ত। পৌর নির্বাচনের পর সব কিছু যেন থমকে আছে। রাজনৈতিক কর্মসূচি যেমন নেই, নেই কোন সহিংসতাও। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রেফতার আর ষড়যন্ত্রমূলক মামলা আতংক এখনো কাটেনি। জামায়াত শিবিরের কোন কর্মকান্ড নেই বললেই চলে। সরকার সমর্থক দলের মধ্যে একে অপরের সমালোচনা আর গিবদ ছাড়া যেন আর কোন বিষয় নেই। তবে এক শ্রেণীর চাটুকার আছেন যারা যখন যে সরকার থাকে, তাদের প্রতি আনুগত্য আর তোষামোদ করে নিজ নিজ ফায়দা হাসিল করে নিতে ব্যাস্ত সময় পার করতে দেখা যায়। বর্তমান পরিবেশ পরিস্থিতি বিশ্লেষন করলে এমনই দাঁড়ায় যে যারা অধিক তোষামোদ, আনুগত্য আর প্রভূভক্তি প্রদর্শন করতে পারদর্শী তারাই সফল অধিক। কোন যোগ্যতার প্রয়োজন হয়না। মূল বিষয় হচ্ছে তিনি ...

উত্তপ্ত চুনারুঘাটইকনোমিক জোন স্থাপনের পক্ষে-বিপক্ষের আন্দোলন

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাটের চান্দপুর ও বেগম খান চা বাগানে ইকনোমিক জোন স্থাপনের পক্ষে-বিপক্ষের আন্দোলনে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। এমতাবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ইকনোমিক জোন স্থাপন কার্যক্রম। চা শ্রমিকদের দাবী আবাদি জমিতে ইকনোমিক জোন স্থাপন করা হলে নানা সমস্যা দেখা দেবে। হুমকির মুখে পড়বে জনবসতি এলাকা। তাই এ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা। অপর দিকে ইকনোমিক জোন স্থাপনের পক্ষে প্রশাসনের সহায়তায় চলছে পাল্টা কর্মসূচী। তাদের মতে এখানে ইকনোমিক জোন স্থাপন হলে কর্মসংস্থানসহ এলাকায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। পাল্টা পাল্টি দাবীতে দুটি পক্ষের বিপরিতমুখী কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে চুনারুঘাটের দক্ষিণাঞ্চল। চুনারুঘাটের এ আন্দোলনের ঢেউ জাতীয় পর্যায়েও লেগেছে। পরিবেশবাদী, সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরাও এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন। ...

শায়েস্তাগঞ্জ চোর ডাকাতদের নিরাপদ আস্তানা ॥ প্রশাসন যেন নির্বিকার

স্টাফ রিপোর্টার ঃ শায়েস্তাগঞ্জ এখন চোর ডাকাতদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। প্রতিদিন প্রাণঘাতি ঘটনার মধ্য দিয়ে কোন না কোন স্থানে হচ্ছে চুরি ও ডাকাতি। স্থানীয় পত্রিকায় নিউজ আসছে, থানাতে মামলাও হচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোন চুরি বা ডাকাতির প্রকৃত আসামী দুরের কথা সন্দেহহানী ভাবে ও কাউকে প্রশাসন গ্রেফতার বা আটক করতে পারে নাই। তারা যেন নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন। গত দুই মাসে শুধু শায়েস্তাগঞ্জ এলাকায় প্রায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে নতুন ব্রীজ ও পুরানবাজারেন বিভিন্ন দোকানে প্রায় অর্ধ কোটি টাকার নগদসহ মালামাল চুরি হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চোরেরা অস্ত্রের মুখে জিম্মি করে চুরি করছে। কিন্তু না চোর ধরা পড়ছে না ...

যারা জাতীয় পতাকাকে পদদলিত করেছে বিএনপি তাদের মন্ত্রী বানিয়েছিল

নবীগঞ্জ প্রতিনিধি ঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জের প্রাচীনবিদ্যাপীঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সবাই স্বাধীনতায় বিশ্বাসী হলেও কেবলমাত্র জামায়াত ও তার প্রভুরা এখনও স্বাধীনতা মেনে নিতে পারেনি। যারা আমাদের জাতীয় পতাকাকে পা দিয়ে মাড়িয়ে আগুনে পুড়িয়েছিলো, সেই কুলাঙ্গারদের বিএনপি মন্ত্রী বানিয়েছিলো। এখন আর সেই দিন নাই। স্বাধীনতার চেতনায় আমরা সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল। বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব কমিটির আহবায়ক, লেখক ও কলামিস্ট ...

শাহজী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেন হেলপার নিহত

এস আলম রুয়েল ঃ মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া (১৭) নামের এক ক্রেন ড্্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও চারজন শ্রমিক আহত হন। আহত শংকর (৪০), তৌহিদ (৩০), হাসান (৩০) ও আরাফাতকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১০ টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান মিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার ছোট হাজারীপুর বানিয়াপাড়ার রুহুল মিয়ার ছেলে বলে জানাগেছে। তিনি ক্রেনের সহকারী (হেল্পার) ছিলেন। স্থানীয় সূত্রে জানাযায়, হতাহত সবাই শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় নির্মাণাধীন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের হেলপার। সকালে নিহত শাহজাহানসহ অন্য চার শ্রমিক শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে ক্রেনে কাজ করছিলেন। এ সময় ...

অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা ডিমের ঝুড়িতে ইয়াবা পাচার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে দীর্ঘ দিন ধরে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা। ডিমের ঝুড়িতে করে জেলার বিভিন্ন স্থানে পাচার হচ্ছে জীবন ঘাতী মাদক। জানাযায়, শায়েস্তাগঞ্জ থানার দক্ষিণাঞ্চল পাহারতলী এলাকার লাদিয়া গ্রামের সুতাং নদীর ব্রীজের পাশে ও নদীর বাধে হাঁসের ফার্মের নামে দীর্ঘ দিন ধরে স্থানীয় কিছু মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের হাত ধরে বহিরাগত কিছু কুখ্যাত মাদক সম্রাট অভিনব কায়দায় নির্ধীদায় নির্ভয়ে মাদক ব্যবসা ও মাদক পাচার করে আসছে। এতে প্রায় ওই এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত মাদকের আস্তানায় দিনদুপুরে মজমায় বসে। শহর থেকে গ্রাম এলাকা মাদক পাচারের নিরাপদ রোড হওয়ায় তাদের এখন আর কোন ধরণের বেগ পেতে হয়না বলে এক মাদক সেবনকারী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ...

চুনারুঘাটে ইউএনও-ওসি’র অপসারণের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এস আলম রুয়েল ঃ পৌর নির্বাচনে ঘুষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে ভোট কারচুপির অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশহুদুল কবীর ও থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ইউএনও’র এবং ওসি অমূল্য কুমার চৌধুরীর অপসারণ দাবি করেছেন। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা গেইটে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিব, সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ...

শাকির মোহাম্মদে ছিনতাইকারীর হাতে ফ্লেক্সিলোড ম্যানাজার আহত ॥ ৩ লাখ টাকা ছিনতাই

মোঃ ফারুক মিয়া ঃ চুনারুঘাটে ছিনতাইকারীর উপর্যপরি দায়ের কুপে ফ্লেক্সিলোড ব্যবসায়ী সারোয়ার (৩৮) গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় লোকজন মোতাব্বির নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ সোর্পদ করেছে। এ সময় ফ্লেক্সিলোডের প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জের মেসার্স শরীফ স্টোর এর গ্রামীন ফোনের ফ্লেক্সিলোড মার্কেটিং ম্যানেজার সারোয়ার হোসেন চুনারুঘাট উপজেলার লালচান্দ, দেউন্দী ,শানখলা, শাকির মোহাম্মদ এলাকা থেকে ফ্লেক্সিলোডের টাকা উত্তোলন করে শেষে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিমধ্যে শাকির মোহাম্মদ ব্রীজ সংলগ্ন স্থানে উৎপেতে থাকা ২/৩ জন ছিনতাইকারী তার পথ গতিরোধ করে ...

মুড়ারবন্দ দরবার শরীফে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী পবিত্র ওরস

প্রেস বিজ্ঞপ্তি ঃ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি তরফরাজ্য বিজয় হযরত সিপাহসালার সৈয়দ শাহ নাছির উদ্দিন (রঃ) এর রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি সকাল ১০ টায় বুধবার রওজায় গিলাফ ছড়ানো ও গোসল ১৫ জানুয়ারি সকাল ১০ টায় এবং দিবাগত রাত ১২.০১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। এ পবিত্র ওরস মোবারক সফল করার লক্ষে মুড়ারবন্দ দরবার শরীফে দেশের বিভিন্ন এলাকা থেকে আশেকান ভক্তবৃন্দসহ এলাকাবাসীকে যোগদান করার জন্য মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ ছিশতী সফি দাওয়াত জানিয়েছেন।

অপহৃত কলেজ ছাত্রী ভোলা থেকে উদ্ধার ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ঃ মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অপহৃত ১ম বর্ষের ছাত্রী মনছুরাকে ৬ দিন পর ভোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ অপহরণকারী হরিগঞ্জের তোফায়েল হোসেনের ছেলে কবির হোসেনকে (২৫) গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলী লালমোহন থানা পুলিশের সহযোগিতায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন। পুলিশ ও অপহৃতার পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রাজা মিয়ার মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী মনছুরা (১৭) কলেজে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল প্রায় ৯টার দিকে কলেজ গেইট থেকে একই গ্রামের মনু মিয়ার ছেলে শাহজাহানের সহযোগিতায় হরিগঞ্জ ...

চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি’র মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি ঃ চুনারুঘাটের জনপ্রিয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি চুনারুঘাট’ এর মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ‘ধামালি’ চুনারুঘাটের কার্যালয়ে এ উপলক্ষে আলোচন সভার আয়োজন করা হয়। ‘ধামালি চুনারুঘাট’ এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামালির যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরামুল ইসলাম আকরাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, ইতালী প্রবাসী জসিম, ধামালির শিল্পী আক্কাস, সদস্য আমেনা খাতুন জুনু, দোলু মিয়া, পলি, দেবী, হেপী, দিতি, হেপী, স্মৃতি, দীপিকা, হৃদয়, প্রমুখ। উল্লেখ্য, সিলেটের ঐতিহ্যকে লালন করে ‘ধামালি চুনারুঘাট’ এর উদ্যোগে আগামী ২৯/৩০ জানুয়ারী দুই দিন ব্যাপী ...

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

খন্দকার আলাউদ্দিন ঃ চুনারুঘাট উপজেলার চান্দপুরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবীতে কয়েক হাজার স্থানীয় গ্রামবাসীরা মানববন্ধন ও মহা-সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টায় পর্যন্ত দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আঃ আউয়াল, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, আরজু মিয়া মাষ্টার, যুবলীগ সভাপতি ইয়াকৃত মিয়া, সেক্রেটারি সবুজ মিয়া, শাহাবুদ্দিন, আঃ মতিন, আঃ রউফ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা ...

সাতছড়ি জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলেছে। সাতছড়ি জাতীয় উদ্যানে ১৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৮ প্রজাতির সরিসৃপ প্রাণী রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলছে। বিলুপ্ত প্রায় এসব প্রজাতির মধ্যে রয়েছে চিতা বাঘ, মেছো বাঘ, লজ্জাবতি বানর, মায়া হরিণ, উলুক, ময়না পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, ঈগল পাখিসহ উল্লেখযোগ্য বন্যপ্রাণী কালের আর্বতে হারিয়ে যাচ্ছে। সাতছড়ি জাতীয় উদ্যানের পাশের টিপরা পলীর বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা বলেন, এক সময় ওই উদ্যানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীর অভয়াশ্রম ছিল। এখন আর সে দৃশ্য দেখা যায় না। আমাদের ছেলে মেয়েরা এসব বন্যপ্রাণীর নাম ভুলতে বসেছে। তারা আরও জানান, বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী গুলো ...

চুনারুঘাটের পারকুলে দু’দিন ব্যাপী উরস মোবারক সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার বস্তি পারকুলে যৌবনগাজী ও মামা ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে দু’দিন ব্যাপী উরস মোবারক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার ভোর সকাল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা মাজার শরীফ প্রাঙ্গণে কাফেলা বসায়। এ উরস মোবারকে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উরস মোবারকে অংশগ্রহণ করেন। উরস উপলক্ষে গতকাল শনিবার বিকালে বস্তি পারকুল এলাকায় এক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে ২৯টি ঘোড়া ও ঘোড়ার মালিক, ঘোড়ার ছওয়ার এ খেলায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আজগর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী ...