চুনারুঘাটের নজরুল হত্যা মামলার আসামী ইব্রাহিম বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক-

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম হত্যা মামলার আসামী ইব্রাহিম বিদেশে পালিয়ে যাবার সময় ঢাকা বিমানবন্দর থানা পুলিশের হাতে ধরা পড়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরী গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, নিহত নজরুলের মায়ের দায়ের করা মামলার আসামী ইব্রাহিম পালিয়ে বিদেশ যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে চুনারুঘাট থানার এসআই হারুনুর রশিদের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পবিত্র হজ্বে অবস্থানরত আব্দুল হামিদের একমাত্র পুত্র নজরুল ইসলামকে শুক্রবার রাতে পিটিয়ে হত্যা করে তারই চাচা আব্দুল কাদির, চাচাত ভাই ইব্রাহিমসহ অন্যান্য আসামীরা। এ ব্যাপারে গতকাল নজরুলের মা বাদী হয়ে কয়েকজনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। তারপরই চুনারুঘাট থানা পুলিশ বেতার যন্ত্রের মাধ্যমে বিষয়টি বিমানবন্দর থানায় জানালে পুলিশ কঠোর নিরাপত্তার মাধ্যমে চেক বসিয়ে ইব্রাহিমকে বিমানবন্দরে আটক করে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, চাচা ও চাচাতো ভাইদের হাতে যুবক নজরুল খুন হওয়ার পর এলাকায় নিহত নজরুলের চাচা আব্দুল কাদির সম্পর্কে নানা কথা শোনা যাচ্ছে। প্রায় দুই যুগ আগে পাশের গ্রাম আলাপুরের আব্দুস সাত্তারকে হত্যা করে লাশ সুতাং নদীতে ভাসিয়ে দিয়েছিলেন কাদির। কাদিরের বিবাহ উপযুক্ত এক মেয়েকে প্রায়ই মারধোর করায় কয়েক বছর আগে সে আত্মহত্যা করে। বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছিল কাদিরের স্ত্রী। এলাকাবাসীর ধারণা কাদির তার স্ত্রীকে মেরে অপমৃত্যু বলে চালিয়ে দিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *