বগি স্বল্পতায় কালনী, যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি:রেলওয়েতে যাত্রীসেবা বৃদ্ধি ও লোকসান কমাতে ভাড়া বাড়ানো হলেও বগির অভাবে যাত্রীদের দুর্ভোগ দিন দিন চরম আকার ধারণ করছে। একদিক দিয়ে সিলেটের কালনী ট্রেন বগি স্বল্পতা নিয়ে চলাচল করায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই।খোঁজ নিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন রুটে ১০-১৬টি বগি নিয়ে ভালমানের ট্রেন চলাচল করলেও সিলেট রুটে ভালমানের ট্রেন নেই। যাও ছিল ‘কালনী’ তাতেও এখন বগি কম, যাত্রীসেবা নেই বললেই চলে।২০১২ সালের পহেলা বৈশাখ তৎকালীন রেলমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-সিলেট রুটে ১১টি বগি নিয়ে ‘কালনী’ এক্সপ্রেস নামক ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনটি মূলত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর উদ্বোধন করার কথা ছিল। অর্থ কেলেংকারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী থেকে পদত্যাগ করায় তা সম্ভব হয়নি।বর্তমানে ট্রেনটি সাড়ে ৩টি বগি নিয়ে ঢাকা-সিলেট রুটের প্রায় ৩০০ কিলোমিটার পথে চলাচল করছে। আগে যেখানে কালনী ট্রেনে প্রায় দেড় হাজার যাত্রী ভ্রমণ করত। এখন মাত্র ২০০ যাত্রী নিয়ে কোনো মতে ট্রেনটি চলছে।জানা যায়, কালনী এক্সপ্রেসের লোকোমোটিভের সঙ্গে মোট ৪টি বগি লাগানো রয়েছে। এর মধ্যে একটি বগির অর্ধেকটিতে রয়েছে গার্ডের বসার স্থান ও জেনারেটরের ব্যবস্থা। বাকি অর্ধেকে বসছে যাত্রী। ট্রেনটিতে শুরুতে ৩টি এসি থাকলেও বর্তমানে একটি এসি বগিও নেই।অভিযোগ রয়েছে, কালনী এক্সপ্রেস ট্রেনের এসি বগিগুলো কেটে উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে।রেলওয়ে সূত্রে জানা যায়, বিভিন্ন ট্রেন কম বগি নিয়ে চলাচল করলেও যাত্রী বহন আগের চেয়ে অনেক বেড়েছে। নতুন ট্রেন চালু করায় যাত্রীর সংখ্যা বাড়ছে। আন্তঃনগর ট্রেন কমপক্ষে ১০টি, সর্বোচ্চ ১৬টি বগি নিয়ে চলাচল করার কথা স্বীকার করেছে রেলওয়ে বিভাগ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *