আন্তর্জাতিক মান দিবস পালিত

সিলেট প্রতিনিধি: ‘সকল ক্ষেত্রে সমতা রক্ষা করে মান’ এর প্রতিপাদ্যে সিলেটেও পালিত হয়েছে আন্তর্জাতিক মান দিবস। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।সিলেট বিএসটিআইর উপ-পরিচালক (মেট) রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. সুবাস চন্দ্র বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক, পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি মোস্তফা কামাল।সভার শুরুতে বিশ্বমান দিবস উপলক্ষ্যে মূল প্রবন্ধ পাঠ করেন বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি সালমা বাসিত, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ,  ফুলকলির এজিএম জামিল উদ্দিন খোন্দকার প্রমুখ।খাদ্যে ও ফলমূলে ভেজাল রোধে সর্বাগ্রে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধ মেনে চললে খাদ্যে কেউ ভেজাল বা ফরমালিন মেশাতে পারবে না।সিলেটের বাজারকে ফরমালিন মুক্তকরণে এবং ওজনে জিনিসপত্র কম প্রদানের বিষয়ে প্রশাসনকে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে যারা ফরমালিন মিশ্রিত খাদ্যদ্রব্য আমদানি করেন তাদের লাইসেন্স বাতিলের দাবি জানান‍ বক্তারা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *