ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান

সিলেট প্রতিনিধি: সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকায় একটি গোডাউনে ওই তেল কারখানার সন্ধান পায় পুলিশ। এসময় কারখানার তিন নারী শ্রমিকসহ চার শ্রমিককে আটক করা হয়। কারখানাটি জনৈক এমদাদুল হকের বলে জানিয়েছে পুলিশ।

এ সময় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাতকৃত সহস্রাধিক বোতল সয়াবিন তেল জব্ধ করা হয়। আটকরা হলেন-জাহিদ আহমেদ, লিপি বেগম, জোৎস্না বেগম ও শেফালী বেগম।

সরেজমিন দেখা যায়, ফ্যাক্টরিতে ৩০/৩৫টি খোলা তেলের ড্রাম রয়েছে। এসব ড্রামের তেল এক হাজার লিটারের একটি ট্যাঙ্কে রাখা হয়। ওই ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে ‘নূপুর’ ও ‘সাথী’ নামের ব্র্যান্ডে দীর্ঘদিন ধরে তেল বাজারজাত করে আসছে সংশ্লিষ্টরা।

‘নূপুর’ ও ‘সাথী’ সয়াবিন তেলের বোতলে বিএসটিআই’র অনুমোদিত লেভেল রয়েছে। লেভেলে লেখা রয়েছে ‘নূপুর’ ভেজিটেবল ওয়েল। প্রোপাইটার মো. এমদাদুল হক, জে. আফরোজ এন্টারপ্রাইজ। এছাড়া লেভেলে উল্লেখিত দু’টি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জাবেদুর রহমান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *