কলেজ ছাত্রের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলায় মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শরিফ নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে প্রকাশ উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে কলেজ ছাত্র শরিফ মিয়া গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টার পড়ার সময় বিদ্যুৎ চলে গেলে ঘর থেকে  বের হয়ে রাস্তায় গেলে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে বিজিবির সদস্যরা  তাকে মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায়। শরিফের ভাই সোহেল অভিযোগ পত্রে উল্লেখ করে পরবর্তীতে বিজিবি সদস্য ষড়যন্ত্রমূলক ভাবে তার ভাইকে ৫ কেজি গাঁজা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ১৭ অক্টোবর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে সীমান্ত ফাঁড়ির নায়েক মিজবাউর রহমান বাদী হয়ে থানায় মামলা রুজু করেছে। বিজিবি সদস্যরা তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি প্রদর্শণ করছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে কলেজ ছাত্রের ভাই সোহেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিজিবির মহাপরিচালক, ৫৫ বিজিবির ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার শ্রীমঙ্গল, পুলিশ সুপার হবিগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবপুর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *