গাঁজা সেবনে স্বাস্থ্যঝুঁকি

প্রথম সেবা ডেস্ক॥ গাঁজা সেবনে যে পরিমাণ শারীরিক ক্ষতি হয়, তার চেয়েও বেশি হয় মানসিক সমস্যা। গাঁজা সেবনের পর প্রাথমিক আনন্দের যে অনুভূতি হয়, তা কয়েক ঘন্টা স্থায়ী হয়। এই আনন্দের অনুভূতির জন্যই প্রথমে সেবনকারীরা গাঁজা নেয়। পরে ধীরে ধীরে এর পরিমাণ বাড়তে থাকে এবং এক পর্যায়ে নির্দিষ্ট সময় পর পর গাঁজা না নিলে শারীরিক মানসিক নানা প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে সেবনকারীরা আবারও গাঁজা নিতে বাধ্য হয়। গাঁজা সেবনের কিছুক্ষণ পর চোখ লাল গয়ে ওঠে, নাড়ির গতি বাড়ে, গলা-জিহ্বা-ঠোঁট শুকিয়ে যায়, ক্ষধা বাড়ে শারীরিক ভারসাম্য রক্ষায় অসুবিধা হয়। অনেকের মাঝে উদ্বেগের লক্ষণ দেখা দেয়,বিবেচনাবোধ লোপ পায়। কিছু গবেষণায় দেখা গেছে দীঘদিন গাজা সেবন করলে রোগ প্রতিরোধ ও প্রজনন ক্ষমতা হ্রাস পায়,ক্যান্সারসহ ফুসফুসের নানা রোগের ঝুকি বাড়ে শরীওে হরমোনের তারতম্য ঘটে। গাজাসেবী সন্দেহবাতিকগ্রস্ত হয়ে নির্দিষ্ট কাউকে বা সবাইকে অহেতুক তার শক্র মনে কওে ভীত সন্ত্রস্ত থাকে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *