চুনারুঘাটের মামুন চৌধুরী বৃটিশদের পোষাকের অনুপ্রেরনার শীর্ষে

প্রথম সেবা রিপোর্ট :বাংলাদেশের মামুন চৌধুরী লন্ডনে গিয়েছিলেন ১৯৯১ সালে। চোখে স্বপ্ন থাকলেও হাতে পয়সা-কড়ি ছিল না বললেই চলে। ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে লন্ডনে বিক্রি করে পোশাক ব্যবসায় হাতেখড়ি মামুনের। দুই দশকের যাত্রায় লন্ডনের ইস্ট এন্ডের এই পোশাক প্রস্ততকারক এখন ব্রিটেনের একজন সফল উদ্যোক্তা। মামুন কীভাবে ব্রিটিশদের   জন্যই অনুপ্রেরণা হয়ে উঠলেন সে কাহিনীই তুলে ধরেছে প্রথম সেবা জর্জ অসবোর্ন যখন ইনস্টিটিউট অব ডিরেক্টর্সে বলেছিলেন যে ছোট কোম্পানিগুলো ইউরোপের বাইরের দেশগুলোতে রপ্তানি করা নিয়ে বেশি ভীত থাকে তখন হয়তো ব্রিটিশ প্রস্ততকারকদের জন্য অনুপ্রেরণা হিসেবে মামুন চৌধুরীর ডুফেল কোটের কাহিনী বলতে পারতেন তিনি। মামুন এবং তার ডুফেল কোট অভিযানের কাহিনী নিয়ে প্রতিবেদনটা এভাবেই শুরু করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান। লন্ডনের ইস্ট এন্ডের একটা ছোট কারখানাতে ডুফেল কোট বানিয়ে আন্তজাতিক বাজারের প্রতিযোগিতায় সাফল্যের সাথে ব্যবসা করছেন মামুন। অন্য কিছু না বানিয়ে মামুন কেন ব্রিটিশ স্টাইলের ডুফেল কোট বানাতে শুরু করলেন? এমন প্রশ্নের জবাবে দ্যা গার্ডিয়ানাকে মামুন বলেন,আমার ধরনটাই এমন। আমি সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। এই উদ্যোক্তা আরও জানান,অন্য কেউ তখন ডুফেল কোট বানাচ্ছিল না। ভারী উলের তৈরী এই কোটের বেলজিয়ামের ডুফেল শহরের নাম থেকে এলেও দুনিয়া জুড়ে এই কোট ব্রিটিশ ষ্টাইলের শীত পোষাক হিসেবে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে এই ভারী উলের কোটই ছিল নাবিক-সৈনিকদের জনপ্রিয় উর্দি। কথিত আছে ব্রিটিশ ফিল্ড মার্শাল বার্নাড মন্টেগোমারি সে সময় সাধারন সেনাদের অনুপ্রেরণা যোগানোর জন্য নিজেও এই উলের তৈরী মোটা কোট পড়তেন। অবশ্যই হাল ফ্যাশনের ডুফেল কোট নাবিক-সেনাদের সেকালের উর্দির চেয়ে বহু যোজন দূরের বস্ত্র। লন্ডনের ঐতিহ্যবাহী এই কোট এখন দুনিয়ার নানা ফ্যাশন হাউজের হট-সেলার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *