চুনারুঘাটে ঘুষের টাকা লেনদেন নিয়ে পেটালো এক যুবককে ভূমি উপসহকারী

স্টাফ রিপোর্টার: ঘুষের টাকা লেনদেন নিয়ে চুনারুঘাট সদর ইউনিয়র  ভূমি অফিসের  উপ-সহকারী ভূমি  কর্মকর্তাসহ তার সাঙ্গ-পাঙ্গদের হাতে গুরুত্বর আহত হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে। এ ঘটনায় তোলপাড় চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট দক্ষিণ বাজারের বাসিন্দা ইকবাল মিয়া জায়গা নামজারী করার জন্য উপ-সহকারী ভূমি কর্মকর্তা আঃ ছালামের সাথে উৎকোচের টাকা নিয়ে একটি চায়ের দোকানে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে ভুূমি কর্মকর্তা আঃ ছালাম উৎকোচের টাকা পরিমাণ মত না পাওয়ায় ইকবালকে টেনে হেছরে চায়ের দোকান থেকে বাহির এনে তার ওপর অর্তকিত হামলা চালায় ভুূমি কর্মকর্তা আঃ ছালাম ও তার সাঙ্গপাঙ্গ। এ সময় স্থানীয়দের  হস্থক্ষেপে ইকবালকে তাৎক্ষনিক চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।  এ ঘটনায় উপ-সহকারী অসাধু ভূমি কর্মকর্তা আঃ ছালামসহ কয়েকজনকে আসামী করে আহত ইকবালের পরিবার চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনার পর  থেকে অসাধু ভ’মি কর্মকর্তা আঃ ছালাম তার চাকরী বাঁচানোর জন্য সরকারী বিভিন্ন দপ্তরে দৌঁড়ঝাপ শুরু করেছেন। আহত ইকাবল মিয়া এ প্রতিনিধিকে জানান, আমি কয়েকদিন পুর্বে ভ’মি কর্মকর্তা আঃ ছালামের নিকট একটি জমি নামজারী  করার জন্য তাকে ১০হাজার টাকা প্রদান করি। তিনি আমাকে  নামজারী দেই দিচ্ছি বলে প্রায় কয়েক মাস পার করে নেন। বুধবার সকালে আমি আমার ব্যক্তিগত কাজে চুনারুঘাট উত্তর বাজারে রওনা হলে তিনি পথরোধ করে আরও টাকা দিতে বলেন । আমি টাকা দিতে অনিহা প্রকাশ করলে তিনি আমার ওপর র্পুব পরিকল্পিত ভাবে আক্রমন চালান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *