নবীগঞ্জে বাড়ি দখলের চেষ্টা, সংঘর্ষ

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে নুরজাহান বেগম নামক এক নিরীহ মহিলার বাড়ি জোর পুর্বক দখলকে কেন্দ্র করে সোমবার ভোরে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৫ জনসহ অনন্ত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১ জনকে সিলেট ও বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়,উক্ত করগাঁও গ্রামের অসহায় এবারত উল্লার স্ত্রী নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে যে বাড়িতে ভোগ দখলে রয়েছেন, সে বাড়ি একই গ্রামের প্রভাবশালী মহিবুর রহমান দাবী করে একাধিকবার জবর দখলের ব্যর্থ চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি নুরজাহান বেগমগংদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে স্বত্ব মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মহিবুর রহমানের পক্ষে রায় দেন। ফলে নুরজাহান বেগমগংরা উচ্চ আদালতে স্বত্ব আপীল মোকদ্দমা নং ৭৪/১৪ইং দায়ের করেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে মহিবুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সশস্ত্র লোক ঘুমন্ত নুরজাহান বেগমের বাড়ি জোর পূর্বক দখল নেয়ার জন্য হামলা চালায়।  এক পর্যায়ে নুরজাহানের লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহত আলফু মিয়া(৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরক করা হয়েছে। অপর গুরুতর আহত আকিকুর রহমান(৩৩),এবারত উল্লা(৭০),আমির চান বিবি(৪৫),নুরজাহান বেগম(৫২),মমিনা বেগম(১৯),আছাদুর রহমান(৯),রূপজান বিবি(৪০),মহিবুর রহমান (৫৩) ও মকবুল হোসেন(৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত নুরজাহান বেগম জানান,মহিবুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় অহেতুক তার এসএ মালিকানাধীন উক্ত বসত বাড়িটি জবর দখলের অপচেষ্টা করছেন। এবং সোমবার ভোরে তার লোকজন নিয়ে অর্তকিতভাবে বাড়িঘরে হামলা ও ভাংচুর করেন। এর প্রতিবাদ করলে তিনি,তার স্বামী,ছেলে,মেয়েসহ উল্লেখিত লোকজন গুরুতর আহত হয়। এ ব্যাপারে মহিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তার মোবাইলের সুইচ অফ থাকায় বক্তব্য নেয়া যায়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *