বাঘ নেই বনে শেয়াল রাজাপ্রিয় পাঠক।

 মূলকথা বলার আগে গতানুগতিক ধারায় একটি গল্প শুনুন। কারণ ……….। বাঘ নেই বনে শেয়াল রাজা। তবে ওই বনে হিংস্র বাঘ বিয়ে করে নতুন বউকে ঘরে এনেছে। নতুন বউকে ঘরে রেখে হিংস্র বাঘ বহুদূর চলেগেছে খাদ্যের অন্বেষনে। কিন্তু এ সুযোগে ধুর্ত্য শেয়াল বাঘের নতুন বউয়ের কাছে গিয়ে বলল এই বাঘিনি তুই তো জানিস আমি এই বনের রাজা। আর তোর স্বামী …….। তোকে আমি বিয়ে করতে চাই। এ কথা বলেই শেয়ালটি কৌশলে কেটে পড়ল। কিছুক্ষণ পর নতুন বউয়ের স্বামী হিংস্র বাঘটি ঘরে ফেরা মাত্রই কেঁদে কেঁদে বলল “জানতাম তুমি এ বনের রাজা” আর শেয়াল ………। অথচ শেয়াল আমাকে …….। একতা শুনেই শেয়ালকে মেরে ফেলতে ক্ষিপ্ত বাঘ তার পিছু দৌড়াতে লাগল। কিন্তু ঘটে গেল উল্টো ঘটনা। শেয়ালটি গর্তে ঢুকা মাত্রই বাঘটিও গর্তের ভিতর তার মাথা ঢুকিয়ে দিয়ে পড়ে যায় বিপদে। বাঘটির মাথা ভিতরেও নিতে পারছেনা, বের করেও আনতে পারছেনা। এক পর্যায়ে হিংস্র বাঘটি মারা গেল। চতুর শেয়াল এক দৌড়ে গেল বাঘিনির কাছে। বলল, এই দেখ তোর স্বামী হিংস্র বাঘকে আমি মেরে ফেলেছি। তুই আমার কাছে বিয়ে না বসলে তোকেও …………..। বাধ্য হয়ে বাঘিনির বিয়ে হলো শেয়ালের সাথে। কিন্তু শেয়াল ভয়ে বাঘিনির ঘরে আর ঢুকেনি। কারণ……….। প্রিয় পাঠক। চালাক শেয়ালের মতো বর্তমান সমাজেও এক শ্রেণির টগ, প্রতারক চক্র সাধারণ মানুষকে নানা ভাবে প্রতারিত করছে। কথায় বলে, ঠাডা পড়ে বক মরেছে। মূলত ইহা একটি বাহানা। জন্ম মৃত্যু আহার সবকিছুই বিধাতার সৃষ্টি। কিন্তু প্রতারকরা শেয়ালের মতো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ মানুষকে নানা ভাবে ধোকা দিয়ে থাকে। কর্ম চাঞ্চল্য মানুষ সবই করতে পারে। কিন্তু প্রতারকদের ধরণ তাকে অন্যরকম। ধুর্ত্য শেয়াল যেভাবে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে এমনি কায়দায় সমাজের কিছু সংখ্যক সেবক নামধারী স্বার্থপর ব্যক্তিরা নানা ভাবে পায়দা নিয়ে থাকে। যেমন হাসপাতালে ভর্তি করা, মামলা মোকাদ্দমা রেকর্ড করা, জায়গা জমির নামজারী ও ক্রয় বিক্রয় করা। মূলত এসব নিয়মের মধ্যে হওয়ার কথা। অথচ সাধারণ মানুষ এসব বুঝে না বলে এক শ্রেণির মানুষ তাদেরকে সহযোগীতার অজুহাতে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। প্রিয় পাঠক। সচেতন হোন, নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। অন্যের প্ররোচনায় পা না বাড়ানোই ভাল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *