বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে থানা পুলিশ।জানাযায়, রোববার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের আব্দুর রশিদের কন্যা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লাইজু বেগম (১৫) এর সাথে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জহুর আলীর পুত্র তাউছ মিয়া (২৫) এর বিয়ের দিন ধার্য্য করা হয়। এ অনুসারে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নওশাদ কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। বর যাত্রী ও কনের পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে বিয়ের বিভিন্ন রীতি অনুযায়ী কাজ শুরু করেন । বাল্য বিবাহের   খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে কনের বয়স যাচাই-বাচাই করে বাল্য বিয়ে ভেঙ্গে দেয় । বর-কনে পিতা মাতার কাছ থেকে মুছলেখা রাখ হয় । এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লাইজু তার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *