বাহুবলে মাদরাসা সুপারকে অবরোদ্ধ পুলিশের সহায়তায় উদ্ধার

আজিজুল হক সানু ॥ বাহুবলে মাদরাসার সুপারের উপর উশৃংখল একদল দুস্কৃতিকারী দলের হামলা ও মাদরাসা ঘেরাওয়ের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অবরোদ্ধ মাদরাসা সুপার হারুন আল-রশিদকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ২টার দিকে হিলালপুর শাহজালাল সুন্নিয়া দাখিল মাদরাসায়। জানা যায়, উপজেলার হিলালপুর শাহজালাল সুন্নিয়া দাখিল মাদরাসায় গত শনিবার বেলা ২টার দিকে ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণের জন্য উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন সহ মাদরাসা সুপার হারুণ আল-রশিদ উপস্থিত হন। ওই সময় আব্দাকামাল গ্রামের মজনুল হাসান ইয়াকুত, হিলালপুর    গ্রামের ছায়েদ ও নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক মাদরাসা ভিতর প্রবেশ করে সুপার হারুন আল-রশিদের উপর অতর্কিৎ হামলা চালায় এবং মাদরাসার গেইটে তালা ঝুলিয়ে দিয়ে ঘেরাও করে ফেলে। এ নিয়ে এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই জহির আলীর নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে মাদরাসা সুপার সহ ম্যানেজিং কমিটি ও এলাকার কতিপয় লোকজনের মাঝে চরম ক্ষোভ ও মামলা পাল্টা মামলা চলছিল। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে দায়েরকৃত সুপার হারুন আল-রশিদের মামলার রায় প্রদান করা হয়েছে। ওই মামলায় হিলালপুর গ্রামের ৬জনের বিরুদ্ধে আদালত দুই বছরের সাজা সহ জনপ্রতি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সাজা প্রদান করেন।  এছাড়া আরও বেশক’টি মামলা আদালতে চলছে। এ ব্যাপারে, এস আই জহির আলী জানান, কতিপয় জনতা সুপার কে দেখে উত্তেজিত হয়ে উঠে মাদরাসা ঘেরাও করে ফেলে। পরিস্থিতি শান্ত রাখতে গিয়ে সুপার কে উদ্ধার করা হয়। তবে এলাকার পরিস্থিতি শান্ত বলে তিনি দাবী করছেন। সুপার হারুন আল-রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার একদল দুস্কৃতিকারী দল মাদরাসার সুনাম নষ্টে লিপ্ত হয়ে পড়েছে। তারা একেক সময় একে অভিযোগ তুলে শিক্ষার শান্তি পরিবেশ কে দুষিত করা সহ গরীব অসহায় ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত করে আসছে। তারা অফিসে ঢুকে আসবাবপত্র ভাংচুর সহ ব্যাপক ক্ষতি সাধন সহ নাইট গার্ড সোহেল মিয়াকে মারধর করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *