সাতছড়িতে অস্ত্র উদ্ধার

মোস্তাক আহমেদ তরফদার মাসুম : চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও বিমান বিধবংসী গুলি ও ম্যাাগজিন উদ্ধার করেছে র‌্যাব-৯। শুক্রবার দুপরে র‌্যাব-৯এর সদস্যরা উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপরা পল্লীর পাশে  একটি টিলার  উচুঁ গর্ত থেকে ২টি প্লাষ্টিকের বড় ডাম থেকে ৪২৫টি এনটি বিমান বিধবংসী গুলিসহ মোট ৯৪৫৪ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ৮০টি ম্যাগজিন, ৫টি ওয়াকিটকি সেট, ১টি রেডিও সেট ও ১১টি এমুনেশন বক্স উদ্ধার করে র‌্যাব-৯। দুপুর ১টায় র‌্যাব-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার রিয়াদ হাসান  রাব্বানী সাংবাদিকদের নিয়ে ওই স্থানে যান।  এ সময় র‌্যাব-৯ এর তিন সদস্যকে গর্ত খুড়তে দেখা যায়। গর্ত খুড়ার পর প্রায় ৬ফুট নিচে ব্যাংকারের সন্ধান পাওয়া যায়। পরে রিয়াদ হাসান রাব্বানী প্রেসব্রিফিংয়ে জানান, তিন ধরে র‌্যাব ওই পল্লীতে অস্ত্র অনুসন্ধান করছে। তারা অধুনিক যন্ত্রের মাধ্যমে মাটির  নিচে গোলাবারুদ মজুদের সন্ধান পান। এটি সাতছড়ি জাতীয় উদ্যানে র‌্যাবের ৫ম দফা অভিযান। র‌্যাবের উইং কমান্ডার রিয়াদ হাসান রাব্বানী সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্র কাদের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় র‌্যাব-৯ শ্রীমঙ্গলের অধিনায়ক এনএইচ মুছাব্বির ও চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার উপস্থিত ছিলেন । র‌্যাব-৯ আরও জানান, অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৩ জুন র‌্যাব সাতছড়িতে ৭টি বাংকার থেকে রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ৪ জুন আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। পরবর্তীতে ৩১ আগস্ট পুনরায় র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে নামেন। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আবার অস্ত্র ও গোরাবারুদ উদ্ধারে করে র‌্যাব। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর র‌্যাব অভিযান চালিয়ে ত্রিপুরা পল্লীর অজিত দেব বর্মার বাড়ির পেছনে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বেলা ১১টায় বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *