শাবিপ্রবিতে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি:এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ছাত্রলীগকর্মী ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল হক সনি, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খলিলুর রহমান।গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুটকোর্টের সামনে সনি, মেহেদী, নজরুল, খলিলসহ কয়েকজন নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। এই সময় তাদেরকে থামাতে গেলে সহকারী প্রক্টর মিরাজুল ইসলামকে তারা লাঞ্ছিত করেন। শিক্ষক লাঞ্ছনার কারণে মঙ্গলবার এক বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সুপারিশে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।এছাড়াও তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন শাবিপ্রবির প্রক্টর হিমাদ্রী শেখর রায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *