কৃত্রিম পেটে বা গর্ভে শিশু জন্মানো যায়?

অনলাইন ডেস্ক ।। ব্রিটেনের ‘ডেইলি পোস্ট’ পত্রিকা জানিয়েছে, মানুষের পেটে নয়, অন্য পদ্ধতিতে শিশুর জন্ম গ্রহণের প্রযুক্তির পেছনে ২০০১ সাল থেকে গবেষণা চলছে। কৃত্রিম পেটে বা গর্ভে শিশু জন্মানোর পদ্ধতি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। আগামী ২০ বছর পর এ প্রযুক্তির ব্যবহার হতে পারে। কিন্তু, ওদিকে এ প্রযুক্তি মানুষের নৈতিকতা বিরোধী বলে উল্লেখ করেছেন সমালোচকরা।
গবেষকেরা বলছেন, ‘ectogenesis’ নামের এই পদ্ধতি আগামী ২০৩৪ সালের শেষ দিকে ব্যবহার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে এবং এর পর দশ বছরে ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে।
বর্তমানে এ প্রযুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক রয়েছে।
প্রযুক্তি সমালোচকরা বলছেন, এই প্রযুক্তির ফলে সন্তান জন্মানোর সময় মায়ের মৃত্যু ও শিশুমৃত্যুর হার কমবে। বেশি বয়সে সন্তান নেওয়ার ঝামেলা কমবে। শিশু অসুস্থ হলে সহজে ওষুধ দেওয়া যাবে।
তবে সমালোচকেরা বলছেন, এ ধরনের প্রযুক্তির ফলে সামাজিক সমস্যা তৈরি হবে। মা ও শিশুর মধ্যকার সম্পর্ক আর থাকবে না।
এর আগে ২০১২ সালে অ্যানড্রেয়া ডোরকিন নামের এক নারীবাদী এ প্রযুক্তি কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘নারীরা চাইলে তারা এখন পুরুষদের অগ্রাহ্য করতে পারে। কিন্তু তারা এটা করেননি এবং এখনও পুরুষের সঙ্গে থাকে। এখন প্রশ্ন আসছে যে, কৃত্রিম উপায়ে শিশু জন্মানোর পদ্ধতিটি সফল হলে, নারীদের কি আর পুরুষের প্রয়োজন থাকবে?

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *