দরিয়াপুর গ্রামে দু‘পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক

একটি অপহরণ মামলার পুলিশী তদন্তকে কেন্দ্র করে দু‘পক্ষে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে।  ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, ওই গ্রামের আতর আলীর পুত্র তাজুল ইসলাম ও মঈনুদ্দিনের পুত্র আব্দুল আলীর সাথে উল্লেখিত বিষয় নিয়ে এ সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান পাট, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। এক পর্যায়ে সংঘর্ষটি ভয়াবহ রূপ ধারণ করলে সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন, এস আই মিজান ও মিন্টু দে‘র নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সালিশ নিষ্পত্তির উদ্যোগ নেন।

এদিকে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে এসে দফায় দফায় আবারও সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষকারীরা। এ ঘটনার পর পুলিশ আতংকে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় আহতরা। সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হল- শানু মিয়া (৬৪), কায়েস মিয়া (১৬), লাল মিয়া (১৬), মোশাহিদ মিয়া (১৫), এমরান মিয়া (২৫), তাজ উদ্দিন (৪৬), জয়নাল মিয়া (৩০), হামিদা খাতুন (৪৫), লাল মিয়া (৩৫), আবুল মিয়া (৪২), ফারুক মিয়া (৪২), আব্দুল ওয়াহিদ (৯০), রুমন মিয়া (২৫), কাউছার মিয়া (৩৫), কালাম মিয়া (২৫), আব্দুস সালাম (৬০), শাহীন মিয়া (২০)।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *