পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক টমটম আটক ॥ শহরে মালিক-শ্রমিকদের বিক্ষোভ হয়রানী-দায়িত্বহীনতার অভিযোগ

হবিগঞ্জ শহরে দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১২২টি টমটম আটক করা হয়েছে। গতকাল বুধবার সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান, সদর থানার এস আই ইব্রাহিম, ইন্দ্রনীল ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ শহরের সায়েস্তানগর, চৌধুরী বাজার ও মুক্তিযোদ্ধা চত্ত্বরসহ বিভিন্ন স্থান থেকে এ সব টমটম আটক করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ টমটমের মালিক ও শ্রমিকরা থানার সামনের প্রধান সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধে নেতৃত্ব দেন টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নুরুল আমিন ভূইয়া। এরপর পুলিশ বৈধ কিছু টমটম ছেড়ে দেয়।

এদিকে টমটমের মালিক ও শ্রমিকরা অভিযোগ করে জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে অহেতুক হয়রানী করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ পৌর সভার সংশ্লিষ্ট শাখা থেকে সাড়ে ৩শ বৈধ টমটমের একটি তালিকা দেয়া হয় পুলিশকে। ওই তালিকা নিয়েই অভিযানে নামে পুলিশ। কিন্তু অভিযানে নামার পর আটককৃত অনেক টমটমের মালিক বৈধ কাগজপত্র প্রদর্শন করলে   ঘটে বিপত্তি। বিব্রতকর ও হ-য-ব-র-ল অবস্থায় সহকারী পুলিশ সুপার (উত্তর)  নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিষয়টি পরিস্কার করতে স্মরণাপন্ন হন পৌর মেয়র আলহাজ্ব জি কে  গউছের।  পরে জানা যায় এটি নতুন তালিকা নয়, ভূলক্রমে দেয়া হয়েছে পুরনো তালিকা। এরপর রাতে পৌরসভার পক্ষ থেকে নতুন তালিকা অনুযায়ী দেয়া হয় সাড়ে ৭শ বৈধ টমটমের তালিকা। টমটম শ্রমিকদের দাবী সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার  কারণে তারা যে চরম হয়রানী ও ক্ষতির সম্মূখীন হয়েছেন তার দায় কে নেবে? উল্লেখ্য, শহরে বৈধ টমটমের সংখ্যা ১ হাজার। কিন্তু চলাচল করছে ৩ হাজারেরও বেশি টমটম।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *