বন্য গাছের নিচে ওরা ভালই আছে

মাঝে মাঝে মনে হয় বর্তমান সভ্যতার আলো যেখানে পড়েনি তারাই ভাল আছেন। এই যেমন কমলগঞ্জের খাসিয়া সম্প্রদায়। পান পাতার সাথে জড়িয়ে আছে তাদের জীবন। পানের জুম চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। সুপারি গাছ এবং সুপারি গাছের মতো একদাঁড়া বন্য গাছের নিচে এরা পান চাষ করে থাকেন। পুঞ্জিতে বিনিয়োগেরও প্রয়োজন হয় না। তবে পরিচর্যা করতে হয় এবং ভাল ফলনের জন্য নতুন ‘পুকি’ লাগাতে হয়। পান সংগ্রহ ও বাছাই করে রাখলে প্রতিদিন বিকালে এসে বিভিন্ন এলাকার পাইকাররা খাসিয়াদের কাছ থেকে পান ক্রয় করে নিয়ে যায়। বর্তমান সভ্যতায় এর চাইতে চমৎকার জীবনযাপন আর কী হতে পারে? এখানে রাজনীতি নেই, বিজ্ঞান-প্রযুক্তির আগ্রাসন নেই, অস্ত্রের ঝনঝনানি নেই, ভূ-রাজনৈতিক অভিঘাত নেই, নেই সভ্যতার সংকটও। সিলেটের কমলগঞ্জের খাসিয়া সম্প্রদায়ের খণ্ড চিত্র বর্ণনা করতে গিয়ে মনে পড়ে গেল আমেরিকার এ্যামিশ সম্প্রদায়ের কথা। তারাও আলো ঝলমলে মার্কিন সভ্যতা থেকে একটু দূরে বসবাস করছেন। আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বর্তমান সভ্যতার বিজ্ঞান-প্রযুক্তি থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছেন। তারা মার্কিন রেডিও বা টেলিভিশন শোনেন না। আমেরিকার প্রচলিত সিলেবাসের বাইরে রেখেছে নিজেদের সন্তানদের। সনাতন খ্রিস্টধর্মের অনুসারী এ্যামিশরা নিজেদের ধর্মীয় মূল্যবোধের আলোকে সন্তানদের জন্য প্রণয়ন করেছেন স্বকীয় সিলেবাস। এ্যামিশদের জনপদ এবং জীবনযাপন অবলোকন করে সমাজবিজ্ঞানীদের কেউ কেউ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এ যেন কাঙ্খিত শান্তির এক বিরল দ্বীপ।
বাংলাদেশের খাসিয়া এবং আমেরিকার এ্যামিশদের নিয়ে লেখার সূত্রপাত করায় পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে কেন এমন আয়োজন? বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি, কূটনীতি, যুদ্ধ-পরিস্থিতি এবং সভ্যতার সংকট পর্যবেক্ষণ করে যে কোনো বিবেকবান মানুষ অন্তত কিছুটা সময়ের জন্য খাসিয়া কিংবা এ্যামিশদের সাথে সময় কাটাতে চাইলে তাকে দোষ দেয়া যাবে কি? সাম্প্রতিক সময়ে আফগানিস্তান, ইরাক ও লিবিয়ায় যা ঘটে গেছে এবং সিরিয়ায় এখন যা ঘটছে তাতো ঝলমলে বর্তমান সভ্যতার ছত্রছায়াতেই ঘটছে। কখনও জাতিসংঘকে ব্যবহার করে ঘটনা ঘটানো হচ্ছে, কখনও বা ঘটনা ঘটানো হচ্ছে জাতিসংঘকে অবজ্ঞা করে। প্রসঙ্গত লিবিয়ার কথা উল্লেখ করতে চাই। লিবিয়ার দোষটা কোথায় ছিল? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯৬৭ সালে কর্নেল মোয়াম্মার গাদ্দাফি যখন লিবিয়ার ক্ষমতা গ্রহণ করেন তখন উত্তরাধিকার সূত্রে তিনি একটি গরিব দেশই পেয়েছিলেন। আর যখন তিনি খুন হন তখন লিবিয়াকে রেখে যান আফ্রিকার সবচেয়ে ধনী দেশ হিসেবে। গাদ্দাফি মারা যাওয়ার সময় আফ্রিকা মহাদেশের মধ্যে মাথা পিছু আয় এবং জীবনমানের দিক দিয়ে লিবিয়া ছিল সবার শীর্ষে। ইউরোপের অন্যতম উন্নত দেশ নেদারল্যান্ডের চেয়েও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতো লিবিয়ায়। অথচ ২০১১ সালে ন্যাটোর হস্তক্ষেপের পর লিবিয়া এখন পরিণত হয়েছে একটি ব্যর্থ রাষ্ট্রে। লিবিয়ার অর্থনীতি এখন বিপর্যস্ত অবস্থায়। সেখানে সত্যিকারের কোনো সরকার ব্যবস্থা নেই। বিভিন্ন গোষ্ঠী নিজেদের মতো করে অধিকৃত জায়গা শাসন করছে। তেল উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। দেশটি রূপ নিয়েছে এক ধরনের কসাইখানায়। অথচ বহুল আলোচিত ও সমালোচিত গাদ্দাফি তার শাসনামলে আঞ্চলিক, উপজাতি, ইসলামপন্থী ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সামাল দিয়ে লিবিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ন্যাটোর হস্তক্ষেপের পর এখন লিবিয়ায় গড়ে উঠেছে দুটি চক্র। এদের রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী, পার্লামেন্ট এবং সামরিক বাহিনী। এই দুই চক্রের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র এখন সহায়তা করছে তৃতীয় এক পক্ষকে। এই তৃতীয় পক্ষের নেতৃত্বে আছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রশিক্ষিত জেনারেল খালিফা হিফতার। তিনি নিজেকে লিবিয়ার নতুন একনায়ক ভাবছেন। উল্লেখ্য যে, ১৯৮০ সালে গাদ্দাফির সঙ্গে সম্পর্ক ছেদ হয় হিফতারের। তার পর থেকেই তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এর পাশেই রয়েছে সিআইএ’র মূল সদর দফতর এবং সেখানেই প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মার্কিন সহায়তায় ১৯৯৬ সালে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন হিফতার। ১৯৯১ সালে নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ‘জেনারেল হিফতার এবং অন্তত আরো ৬০০ সৈন্যকে গেরিলাসহ সব ধরনের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে সিআইএ। রোনাল্ড রিগ্যান প্রশাসনের সহায়তায় তারা দ্রুতই গাদ্দাফি সরকারকে উৎখাত করতে যাচ্ছে।’ এ প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো গাড়িকাই চেংগু বলেন, নৈতিক এবং সামরিক সব ধরনের সাহায্য পাচ্ছেন এখন হিফতার। কারণ অন্যদের চেয়ে তিনি বেশি সেক্যুলার এবং পশ্চিমা বিনিয়োগকারীদের জন্য বেশি খোলামেলা দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ন্যাটোর চোখে হয়তো গাদ্দাফির বড় অপরাধ ছিল- তিনি বিদেশী বিনিয়োগের চেয়ে দেশের স্বার্থটা বেশি দেখতেন এবং একটি শক্তিশালী ইউনাইটেড আফ্রিকার স্বপ্ন দেখতেন। আর সে কারণেই হয়তো ২০১১ সালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ৩০ বিলিয়ন ডলার অর্থ জব্দ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই অপ্রদর্শিত অর্থ গাদ্দাফি জমা রেখেছিলেন আফ্রিকান আইএমএফ ও আফ্রিকান কেন্দ্রীয় ব্যাংকের জন্য। উল্লেখ্য যে, গাদ্দাফির পতনের পর পুতুল সরকার প্রতিষ্ঠিত হওয়ায় লিবিয়ার সমস্ত তেল-সম্পদ করায়ত্ত করেছে পশ্চিমারা। অথচ ৪০ বছরের বেশি সময় ধরে গাদ্দাফি অর্থনৈতিক গণতন্ত্রকে বিকশিত করে জাতীয় সম্পদ তেলকে সমাজের ও প্রত্যেক নাগরিকের কল্যাণে ব্যয় করেছেন। উল্লেখ্য যে, গাদ্দাফির শাসনামলে লিবিয়ার নাগরিকরা শুধু বিনামূল্যে স্বাস্থ্যসেবাই পাননি, পেয়েছেন বিনামূল্যে শিক্ষা ও বিদ্যুৎ সেবা। বিনা সুদে তখন ঋণও নিতে পারতো লিবিয়ার নাগরিকরা। কিন্তু ২০১১ সালে ন্যাটোর হস্তক্ষেপের পর লিবিয়ার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে। রাজধানী ত্রিপোলিসহ সারাদেশে সব ধরনের অপরাধের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ন্যাটোর হস্তক্ষেপের পর লিবিয়ার জনগণের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। অথচ নারী অধিকার প্রতিষ্ঠা করায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা ভূয়সী প্রশংসা করেছিল গাদ্দাফির।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো গাড়িকাই চেংগু লিবিয়া পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আরো বলেন, প্রকৃত সত্য হলো, পশ্চিমা হস্তক্ষেপ কোথাও কোনো উন্নয়ন আনতে পারেনি। লিবিয়া, ইরাক, সিরিয়া সবখানে একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আর মধ্যপ্রাচ্যে বিগত এক দশকের সামরিক অভিযানে মার্কিন নাগরিকদের ট্রিলিয়ন ডলার দেনা বেড়েছে। তবে ব্যয়বহুল এবং রক্তক্ষয়ী এইসব যুদ্ধে সাধারণ মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হয়েছেন বিশেষ মার্কিন গোষ্ঠী- যারা মার্কিন সামরিক শিল্পের সাথে জড়িত। আর নতুন সামরিক ঘাঁটি মানেই মার্কিন অভিজাত সামরিক বাহিনীর জন্য বিলিয়ন-বিলিয়ন ডলারের আয়োজন। উল্লেখ্য যে, ভূ-কৌশলগত কারণেও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দেশ ছিল লিবিয়া। এখানে বসেই পশ্চিমারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ বিশ্বের অনেক অংশ নিয়ন্ত্রণ করতে পারে সহজেই। আজ দুঃখের সাথে এখানে উল্লেখ করতে হয় যে, ২০১১ সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক অভিজাত শ্রেণী ও তেল কোম্পানির জন্য লাভজনক বলে বিবেচিত হলেও তাতে বিপর্যস্ত হয়েছে সমৃদ্ধ অর্থনীতির দেশ লিবিয়া। এই যদি হয় বর্তমান সভ্যতার নায়কদের কর্মকান্ড, তাহলে মানুষ এই নিষ্ঠুর ও দাম্ভিক সভ্যতা নিয়ে গর্ব করবে কোন কা-জ্ঞানে? বরং মানবোচিত নতুন সভ্যতা বিনির্মাণই তো এখন বিবেকবান মানুষের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আর সেই লক্ষ্যে বর্তমান সভ্যতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কেউ যদি কিছুটা নির্মল অক্সিজেন গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের এ্যামিশ কিংবা বাংলাদেশের খাসিয়া পল্লী পরিভ্রমণ করে আসে তাহলে বোধহয় মন্দ হয় না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *