ব্যবস্থাপক হতে

একটা খবর দেয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নভেম্বর মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হবে এর ভর্তি পরীক্ষা। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

 

পাঠক, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর এমবিএতে ভর্তি হতে চান তারা নিশ্চয়ই এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন। আপনাদের প্রস্তুতিতে সহায়ক হতে পারে ইমতিয়াজ, রাসেল, শোভন, তানভিরের পরামর্শ। এরা সবাই পড়ছেন আইবিএর এমবিএতে। তাদের সঙ্গে কথা হয় এমবিএ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। ইমতিয়াজ বলেন, ‘এমবিএ ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেকটা মৌলিক বলা যেতে পারে। কারণ যে বিষয়গুলো পরীক্ষায় থাকে তার কিংবা যে বিষয়গুলোর ওপর পরীক্ষা হয় সেগুলো পাঠ্যের অন্তর্ভুক্ত হলেও যেসব প্রশ্ন হয় তা কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না।’ বিষয়টা খোলাসা হয় রাসেলের কথায়। ‘এখানে সাধারণত গণিত, ল্যাঙ্গুয়েজটিঙ্ অ্যান্ড কমিউনিকেশন এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ওপর প্রশ্ন করা হয়। সাধারণ গণিতে জ্যামিতি, ত্রিকোণোমিতি, বীজ গণিতের ওপর প্রশ্ন হয়; কিন্তু কোনো ক্লাসের বই থেকে প্রশ্ন করা হয় না। আবার ইংরেজিতে রাইট ফর্ম অব ভার্বস, আর্টিকেল, প্রিপজিশন থেকে সে প্রশ্নগুলো করা হয় যেগুলো খুব আনকমন। আর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি তো হলো আপনার বিশ্লেষণী ক্ষমতা।’ বলেন রাসেল। তবে প্রস্তুতিটা শুরু করা যায় কীভাবে? প্রশ্নের উত্তর আসে শোভনের কাছ থেকে। ‘একদম শূন্য থেকে শুরু করা যেতে পারে। বিগত বছরের প্রশ্নগুলো দেখার সুযোগ থাকলে একবার চোখ বুলিয়ে নিন। এতে করে আপনার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা জন্মাবে। এখন একটা বিষয় ধরে ধরে নিজেকে প্রস্তুত করুন।’ বলেন শোভন। ‘এ সময়টায় একটু একমুখী চিন্তা থাকাটা ভালো বলা যেতে পারে। কারণ বিভিন্ন ভাবনা মাথার মধ্যে থাকলে ঠিক আপনি মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন না।’ যুক্ত করেন তানভির। এবার আসা যাক বিষয়ভিত্তিক প্রস্তুতির কথায়। এ নিয়ে কথা হয় ইমতিয়াজের সঙ্গে। ‘যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকেন তবে অনেকটা সহজ হয়ে যাবে গণিতের প্রস্তুতি নেয়া। আবার বিজ্ঞান বিভাগ ব্যাতীত অন্য বিভাগের হলে শুরু করুন অষ্টম ও নবম শ্রেণীর অঙ্ক বই দিয়ে। প্রতিটি টপিক ভালোভাবে বুঝুন। এইচএসসির অঙ্ক বইয়ের সাহায্য নেয়ার প্রয়োজনও হতে পারে। অবশ্যই নিয়মিত চর্চা করুন। এতে করে আপনার অঙ্ক করতে সময় কম লাগবে। যেটা কাজে লাগাতে পারবেন অন্য বিষয়গুলোতে।’ বলেন ইমতিয়াজ। রাসেলের সঙ্গে কথা হয় ইংরেজির প্রস্তুতি নিয়ে। ‘গ্রামার অংশটার ওপর জোর দিতে হবে। কেননা আপনাকে সেই সমস্যগুলো সলভ করতে দেয়া হবে যেগুলো আনকমন। তাই সচেতন থাকতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজির ওপর জোর দিতে হবে। প্রচুর ভোকাবুলারি পড়তে হবে। এগুলো মনে রাখার কৌশল তৈরি করতে হবে আপনাকেই। আমার পরামর্শ হলো প্রতিদিন সকালে ইংরেজিটা পড়ুন, কাজে দেবে।’ বলেন রাসেল। এবার আসা যাক অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির কথায়। ‘এটা আপনার বিশ্লেষণী ক্ষমতার ওপর নির্ভর করে। আলাদাভাবে প্রস্তুতি নেয়ার একটাই উপায় হলো ইন্টারনেট। ইন্টারনেটে বসুন প্রতিদিন নতুন নতুন সমস্যা সমাধান করুন। এছাড়া বাজারে কিছু প্রচলিত বইও আছে যেগুলো থেকে আপনি সাহায্য পেতে পারেন। অন্য বিষয়গুলো পড়তে গিয়ে যখন বিরক্তি আসবে তখন অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি প্র্যাকটিস করুন।’ বলেন তানভির। তাদের সঙ্গে কথা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে। কথা বলে জানা যায়, মোটামুটি একই রকম প্রস্তুতি নিতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর এমবিএর জন্য। তো ইচ্ছে থাকলে আপনিও শুরু করে দিতে পারেন প্রস্তুতি।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *