মারাদোনার বিরুদ্ধে বান্ধবীকে মারার অভিযোগ

মাঝে মধ্যেই উল্টো-পাল্টা কাজ করে খবরের শিরোনাম হওয়া দিয়েগো মারাদোনার বিরুদ্ধে এবার বান্ধবীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রচারিত ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে মারাদোনাকে ফোনে ভিডিও করতে থাকা বান্ধবী রোসিও অলিভিয়ার কাছে এসে হাত তুলতে দেখা যায়। তবে মারাদোনার দাবি, তিনি তার বান্ধবীর গায়ে নয়, ফোনে মেরেছেন। ভিডিওতে মারাদোনাকে বলতে শোনা যায়, ‘এখনও তুমি তোমার ফোন দেখছো?’ এরপরই অলিভিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কি এটা দেখতে পারি না?’ তারপরেই মারাদোনা দুই বার তার ডান হাত তোলে। ওই সময় অলিভিয়া বলতে থাকে, ‘থামো দিয়েগো, শান্ত হও, আঘাত করা বন্ধ করো।” ভিডিওটি প্রচার হওয়ার পর আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি এক সাংবাদিককে বলেন, “আমি ফোনটাকে ছুড়ে ফেলে দেই, কিন্তু কসম খেয়ে বলছি, আমি কখনই কোনো মেয়েকে মারিনি। ঘটনাটা ওখানে শুরু হয়ে ওখানেই শেষ হয়ে যায়।”
ধারণা করা হচ্ছে, এ মাসের শুরুর দিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের নিকটে মারাদোনার নিজের বাসায় ঘটনাটি ঘটে। ভিডিওটা প্রচার হওয়ার পর সোমবার রাতে মারাদোনাকে ‘সাইকোপ্যাথ’ ও ‘মেয়েদের পেটানো মানুষ’ বলেন অলিভিয়ার এক আত্মীয়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা এখন দুবাইয়ে ফিরে গেছেন। তবে তার সঙ্গে অলিভিয়া বা তার সাবেক বান্ধবী ভেরোনিকা ওহেদার কেউই নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *