কমলগঞ্জে পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় ১১ কি.মি. এলাকায় নতুনভাবে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। বহুল প্রতিক্ষিত এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ওই এলাকাটিকে বিদ্যুতায়নের আওতায় এনে সকল কার্যক্রম সম্পন্ন করার পর শুক্রবার বিকালে লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।

এ উপলক্ষে  শুক্রবার বিকাল ৪ টায় পতনঊষারের রথেরটিলা মাঠে ১১ কি.মি. প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে শ্রীসূর্য্য, উত্তর শ্রীসূর্য্য, মধ্য শ্রীসূর্য্য ও কবিরাজি গ্রামের ৬শ’ জন গ্রাহকের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইঞ্জিনিয়ার  তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম প্রকৌশলী এস.এম হাসনাত হাসান, পবিস এলাকা পরিচালক প্রভাষক আব্দুল আহাদ, মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক আব্দুন নূর মাষ্টার, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমরেড সিকান্দর আলী, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সিকান্দর আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা আসিক আলী, ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর, যুবলীগ নেতা শামছুর রহমান, আবুল বশর জিল্লুল, বদরুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা মনসুর খান, মতিউর রহমান শিমু প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *