নবীগঞ্জে এক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের রামপুর গ্রামে স্থানীয় চেয়ারম্যানের ভাই কর্তৃক ছুরত আলী (২২) নামে এক প্রতিবন্ধি বোবা ছেলে কে ফুসলিয়ে ঢাল কাটার জন্য গাছে তুললে সে পা পিছলে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতী হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার  দুপুরে সে মারা যায়। সে ওই গ্রামের খুয়াজ উল্লাহর ছেলে। পরে স্থানীয় চেয়ারম্যান ও তার ভাইয়েরা মিলে ময়নাতদন্ত বা আইনপ্রয়োগকারী সংস্থাকে না জানিয়ে তড়িগড়ি করে দাফন করার অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের দাফন কাজ সম্পন্ন পেয়ে ফিরে আসেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া জনৈক মেম্বার কর্তৃক নিহত প্রতিবন্ধির পরিবার যাতে অভিযোগ না করেন সে জন্য তার মা’কে মোটা অংকের টাকা দেয়া হয়েছে বলেও গ্রামবাসী সুত্রে জানাগেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মেহের আলী মহলদারের ছোট ভাই রামপুর গ্রামের নুরুল আমীন গত বৃহস্পতিবার বিকেলের দিকে একই গ্রামের খুয়াজ উল্লাহর প্রতিবন্ধি বোবা ছেলে ছুরত আলীকে ফুসলিয়ে তার বাড়ীর আঙ্গীনায় একটি বড় গাছ থেকে ঢাল কাটার জন্য গাছে উঠায়। এ সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ দিকে গতকাল শুক্রবার দুপুরে তার লাশ বাড়ীতে নিয়ে আসা হয়। এবং তার পিতা-মাতাকে ম্যানেজ করে কোন ধরনের পোষ্টমর্টেম রিপোর্ট ছাড়াই পুলিশ কে না জানিয়ে তার লাশ তড়িগড়ি করে দাপন করা হয়। এদিকে প্রতিবন্ধি বোবা ছুরত আলীর মৃত্যুটি গ্রামবাসী স্বাভাবিক ভাবে মেনে নিতে নারাজ। কেউ কেউ পরিকল্পিত ভাবে হত্যা করারও অভিযোগ তোলেন। অভিজ্ঞমহলের মতে যে কোন দূর্ঘটনা জনিত কারনে কারো মৃত্যু ঘটলে ময়নাতদন্ত করে দাফন করা হয়। কিন্ত প্রতিবন্ধি ছুরত আলীর ব্যাপারে এ বিষয়টি পাস কাটিয়ে তাড়াহুড়– করে দাফন করা রহস্য জনক বলে মন্তব্য করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *