আঁখ চাষের বাম্পার ফলন কৃষকের মুখে হাস

মোঃ হাসান আলী .. আখ একটি অর্থকারি ফসল। ধান চাষের পাশা পাশি আখ চাষের প্রতি ও দিন দিন কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এ দিকে গত ২০০৬ সালে চুনারুঘাটে আখ গবেষনা উপকেন্দ্র প্রতিষ্টিত হওয়ার পর, আগের চেয়ে প্রায় দ্বিগুন বৃদ্ধি পাচ্ছে। এর কারন হিসেবে রয়েছে উপকেন্দ্রের মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের আখ বীজ সরবারাহ, প্রদশনীর মাধ্যমে আখের উন্নত ফসল এবং আখ চাষের উপর বিভিন্ন কলা কৌশল ও প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। চুনারুঘাট আখ গবেষণা উপকেন্দ্রের তথ্য সূত্রে জানা যায়, চলতি বছরে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে কৃষকরা আখ চাষ করেছে। আর ওই আখ থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ১০ থেকে ১১ মেট্রিকটন। বিশেষ করে সীমান্ত এলাকা বালা থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার খোয়াই নদীর উভয় দিকে চর এলাকা জুরে কৃষকরা আখ চাষ করেছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি বছরে আখের ফলন ভাল হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। এ দিকে গত সপ্তাহ থেকে গুড় উৎপাদনের জন্য আখমাড়াই শুরু হয়ে গেছে। উৎপাদিত গুড় চুনারুঘাট উপজেলার চাহিদা মিটিয়ে প্রায় ৫০% ভাগ অন্যত্র সরবারহ করা সম্বভ হবে। উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের আদর্শ কৃষক মোঃ আব্দুল মালেক তালুকদার জানান, তিনি প্রতি বছরই আখ চাষ করে থাকেন। এছাড়া এলাকার অন্যান্য কৃষকরা ও আখ চাষ করছে। তিনি বলেন গত বছর ৪ লাখ টাকার মত উৎপাদিত গুড় বিক্রি করেছিলেন। এবারও ১০ বিঘা জমিতে আখ লাগিয়েছেন। বর্তমানের প্রতি কেজি গুড় ৭০/৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আশা করছেন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার গুড় বিক্রি করা সম্ভব হবে তার। চুনারুঘাটে আখ গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ডঃ মোঃ আতাউর রহমান বলেন এ কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে র্কৃষকদের মাঝে উন্নত বীজ সরবারহসহ কৃষকদেরকে উন্নত চাষাবাদের পরামশ দেওয়া হচ্ছে। এর ফলে দিনদিন কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *