নয়াপাড়া চা বাগানে প্রসূতির মৃত্যু মা হারা হাসির মুখে শুধুই কান্না

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে প্রসুতি মৃত্যুর পর নব জাতককে নিয়ে বিপাকে পড়েছে  দাদী অঞ্জনা তাঁতি। গত ২৫ অক্টোবর সকালে সন্তান প্রসবের পর বেলা তাঁতির ধাত্রী গর্ভফুল কেটে ফেলায় রক্তক্ষরন হয়ে হাসপাতালে যাবার পথে মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে ধাত্রী রাসু চৌধুরী ও তার দুই সহযোগীকে চাকরিচ্যুত করে বেলা তাঁড়ির পরিবার কে ৫ হাজার টাকা দেন। নয়াপাড়া চা বাগানে গিয়ে দেখা যায় ছুট্রো একটি খুড়ে ঘরে সদ্য বিধবা য়  দাদি অঞ্জনা তাঁতি মা হারা নব জাতক কে কূলে ধরে বাজার থেকে কেনা  দুধ খাওয়াচ্ছেন। অঞ্জনা তাঁতি বলেন, গত ১৫ /১৬ দিন আগে তার স্বামি মারা গেছে। এরপর এই ঘরে বেলা তাঁতি মারা গেছে। এখন এই ঘর দোষি হয়ে গেছে। তাই নবজাতক কে বাচাতে মাসি শেফালির ঘরে দিন কাটাচ্ছেন। তার অভিযোগ পুত্রবধু ভাল ভাবেই সন্তান প্রসব করে শরীর ভাল ছিল। কিন্তু বাগান হাসপাতালের ধাত্রী রাসু চৌধুরী না বুঝে গর্ভ ফুল কেটে ফেলায় রক্ত ক্ষরন হতে থাকে। সময়মত বাগান কতৃপক্ষ তাকে চিকিৎসার ব্যবস্থা না নেওয়ায় তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বাগান কতৃপক্ষের পক্ষ থেকে কেউ নব জাতকের খোজ খবর নেয়নি। তারা বাজার থেকে বাচ্চার দুধ কিনে খাওয়াচ্ছেন। কিন্তু তারা দরিদ্র শ্রেণীর হওয়ায় বাজার থেকে দুধ কিনে খাওয়ানো সমর্থ তাদের নেই। দাদি অঞ্জনা তাঁতি আদর করে নব জাতকের নাম রেখেছেন হাসি। কিন্তু হাসির মুখে এখন শুধু মা হারা বুক ফাটা আর্তনাদ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *