স্বাস্থ্য ও শিক্ষায় আশাতীত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ড্যান মজিনা

প্রথম সেবা ডেস্ক ॥ কৃষি, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বাংলাশের উন্নয়নের কথা উল্লেখ করে ঢাকাস্থ বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের মানুষের প্রবল ইচ্ছাশক্তি আছে বলেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশ আশাতীত এগিয়েছে। গত শুক্রবার দুপুরে ‘হোম ইকোনমিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সংগঠনটির প্রকাশিত স্যুভিনিয়রের প্রথম সংখ্যার মোড়ক উšে§াচন য়  করা হয়। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, যারা এখানে এসেছেন আমার বিশ্বাস সবার হোম ইকোনমিকস শিক্ষার ব্যাপারে ইচ্ছাশক্তি প্রবল, হোম ইকোনমিকসের শিক্ষাকে গুরুত্ব দেন এজন্যই এ সংগঠনের সদস্য হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিশ্বসভ্যতার এই পর্যায়ে পৌঁছাতে কোনো কোনো সংগঠনের ভূমিকা ছিল। তেমনি হোম ইকোনমিকস কলেজেরও একটি সংগঠন দরকার ছিল। মন্ত্রী আরো বলেন, অনেক দেরিতে হলেও হোম ইকোনমিকস শিক্ষার একটি সংগঠন হয়েছে এটাই বড় কথা। আশা করি এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশে হোম ইকোনমিকস শিক্ষা আরও বেশি প্রসারিত হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, হোম ইকোনমিকস অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন নাসিম ফেরদৌস, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ফাতিমা সুরাইয়া, হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *