আমি ঘুষ খাই না চা-পানের খরচ চাই

মণিরাম রাজ্যের প্রভাবশালী রাজা ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। রাজ্যের উজীর-নাজির-প্রজা সহ সাধারণ মানুষকে ডেকে এনে হুংকার দিয়ে বললেন, এ রাজ্যে যে ঘুষ খাবে তার শিরচ্ছেদ করা হবে। এমন হুংকারে রাজ্যের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতংক দেখা দেয়। সবাই সাবধান। কাজ ছাড়া আর কোন……। একদিন ঘটে গেল উল্টো ঘটনা। রাজ্যের এক কর্মচারী প্রজার একটি কাজ সেড়ে দিতে কিছু খরচপাতি দাবী করলে দুজনের মাঝে ঘটে বাদানো বাদ। কর্মচারীর দাবী আমি ঘুষ খাই না। চা-পানের খরচ নেই। প্রজা ক্ষোব্ধ হয়ে বলল, আপনি চা পানের খরচ কত নেন। উত্তরে কর্মচারী জানায় এই দু’আড়াই হাজার। ক্ষোব্ধ প্রজার দাবী এক কাপ চা’র দাম দু’আড়াই হাজার টাকা হলে চার কাপ দাম কত?। এ অভিযোগটি সহসাই চলে গেল রাজা মহাশয়ের কাছে। তারপর……। প্রিয় পাঠক। মূলকথা এটা নয়। বর্তমানে আমাদের সমাজেও এভাবে চলছে ঘুষ আদান-প্রদানের খেলা। কোথাও ফাইল আটকিয়ে, বড় স্যার নেই, আবার আজ নয় কাল এভাবে ভোক্তভোগী করা হয় সাধারণ মানুষকে। তবে যার সাথে কর্মকর্তা-কর্মচারীদের সখ্যতা বেশী তাদের কাছে ঘুষ না খেয়ে চা-পানের খরচ নেয়া হয়। এমন চিত্র বেশী ধরা পড়ে ভূমি অফিসগুলোতে, সেটেলমেন্ট অফিসে, সাব-রেজিষ্ট্রার অফিস ও হাসপাতাল সহ নিত্য সংগী কিছু অফিস গুলোতে। কারণ উপরোক্ত অফিস গুলোতেই মূলত সাধারণ মানুষের কাজ-কর্ম একেবারে অত-প্রতু ভাবে জড়িত। কারণ ……..। ওই সব অফিসগুলোতে এমন সব কর্মচারী রয়েছেন যারা ঘুষ খাননা শুধু চা-পানের খরচ নেন। তবে চা-পানের দাম কিন্তু দেড়-দুই হাজারের নিচে নয়। যদি ওই রাজার মত খবরদারী করা হতো তাহলে হয়তোবা সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত। প্রিয় পাঠক। সবাই যে, ঘুষখোর-দূর্নীতিবাজ তা বলা যাবে না। ভাল মানুষ ও কর্মকর্তা এখনও আছেন। শুধু প্রয়োজন সচেতন হওয়া। ঘুষ দূর্নীতি রুখতে সচেতন হোন। না হলে……।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *