গড়ের খাল উদ্ধার অভিযান শীঘ্রই

প্রথম সেবা ডেস্ক॥  ভৌগলিক সংজ্ঞা বহির্ভূত বিশ্বের বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর বেষ্টিত ঐতিহাসিক ‘গড়ের খাল’ চিহ্নিত করে উদ্ধার ও খননের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৯ নভেম্বর রবিবার সকাল ৯ টায় বানিয়াচং থানার সামন থেকে ‘গড়ের খাল’ চিহ্নিত করে জোড়ে শোড়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। জানা যায়, গত ২০ অক্টোবর বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গৌড়ের রাজধানী বানিয়াচংকে শত্রুদের কবল থেকে রক্ষার জন্য সৃষ্ট পরিখা (গড়ের খাল) উদ্ধারসহ খাল, নালা, যানজট নিরসনে সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমানকে আহবায়ক ও ওসি ইন্সপেক্টর লিয়াকত আলীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয। এ লক্ষ্যে ৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সহকারি কমিশনার বিএম মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় গড়ের খাল উদ্ধার অভিযানের ঐ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, ইউএনও মোহাম্মদ সামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, কাননগো এএফএম আব্দুল মান্নান পাটোয়ারী, সামসুর রহমান প্রমুখ। এছাড়া সভায় বানিয়াচং শহীদ মিনারের দেয়াল নির্মাণসহ পবিত্রতা রক্ষার্থে শহীদ মিনার এলাকায় যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *