সিলেটী বর মার্কিন কনে…

সিলেট প্রতিনিধি:ফেসবুক, মুঠোফোন, স্কাইপি’র মধ্য দিয়ে মধূর সম্পর্ক, অত:পর বিয়ে। আর বিয়েটা হয়েছে আমেরিকান এক রমণীর সাথে সিলেটী তরুণের। কনে ইংগ্রিথ জেনিথের (৪৭) সাথে বর আব্দুল আহাদের (৩৬) বিয়ে সম্পন্ন হয়েছে গত রবিবার সিলেটে।

সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগের বাসিন্দা মোঃ আব্দুল কাদির ও মিনারা খাতুনের প্রথম পুত্র আব্দুল আহাদের সাথে মাত্র ৩ মাস আগে পরিচয় হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মৃত রবাম লিং মেনসিল ও ফ্রানাইসকা গ্রথরিয়ামের মেয়ে ইংগ্রিথ জেনিথের।

দু’জনের মধ্যে ফেসবুক, মুঠোফোন ও স্কাইপি’র মাধ্যমে আলাপ হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালবাসার টানে গত ৩০ অক্টোবর আব্দুল আহাদকে বিয়ের উদ্দেশ্যে ইংগ্রিথ জেনিথ সিলেট এসে পৌঁছান। আর রবিবার রাতে বিয়ে হয় এই দুই কপোত-কপোতীর। ইংগ্রিথ জেনিথ জানান, আহাদের ভালাবাসার টানেই বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন তিনি। বিয়ের সময় জেনিথ বাঙ্গালী কনের মতই লাল শাড়ি ও অলংকার পড়েছিলেন। নববধূর সাজে আনন্দে উচ্ছল জেনিথকে দেখে মনে হচ্ছিল তার মত সুখী আর কেউ নেই।

বর আব্দুল আহাদের সিলেট নগরীতে শিশুদের পোশাকের একটি দোকান রয়েছে। আহাদ বলেন, ভালবাসা মানুষের মনের মাঝে কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না। আমি ইংগ্রিথ জেনিথকে ভালবাসি এবং স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে তুলেছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *