কমলগঞ্জে মহারাস লীলা অনুষ্টান চলছে

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):বর্ণাঢ্য আয়োজন ও কঠোর নিরাপত্তায় বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়া মণ্ডপ ও আদমপুরের সানাঠাকুরের মণ্ডপে সাড়ম্বরে চলছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাস লীলা।

এ উপলক্ষে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাস লীলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী মহারাস লীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মনিপুরীরা ১৭২তম বার্ষিকী এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে ২৯তম উদযাপন কমিটি মনিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের লোকজন এ রাসোৎসব উদযাপন করবে।

মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠবে আনন্দ উৎসবে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যটকসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে গোটা উৎসব অঙ্গন।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ ঢাকা টাইমসকে জানান, মাধবপুর জোড়ামণ্ডপে এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি।

বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, শামসুন নাহার বেগম এমপি, ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, জনতা ব্যাংক লি. পরিচালনা পর্ষদ এর পরিচালক সৈয়দ বজলুল করিম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *