৬ ফুট ৮ইঞ্চি লম্বা কৃষক জয়নাল হবিগঞ্জের সবচেয়ে লম্বা ব্যক্তি বিস্তারিত…» ৬ ফুট ৮ইঞ্চি লম্বা কৃষক জয়নাল হবিগঞ্জের সবচেয়ে লম্বা ব্যক্তি

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিটি এখন নবীগঞ্জে। জয়নাল আবেদীন নামের এই লম্বা ব্যক্তিটি কৃষিকাজ করে দিনাতিপাত করছেন। জয়নাল আবেদীনের উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। এ মাপের উচ্চতা হবিগঞ্জে আর আছে কি-না তার কোন তথ্য উপাত্ত আমাদের কাছে নেই। সম্ভবত জয়নাল আবেদীন হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে। কৃষক জয়নাল আবেদীনের সাথে কথা হয় তার বসতঘর উমরপুরে। উক্ত গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। জন্ম তারিখ সঠিক বলতে না পারলেও দেশ স্বাধীনে সময় তার জন্ম বলে জানালেন তিনি। তার পিতা রব্বান মুন্সি দীর্ঘদিন মসজিদের ইমামতি করে মৃত্যুবরণ করেন। চার ভাই দুই বোনের সংসারে জয়নাল আবেদীন সবার ছোট এবং অবিবাহিত। তার বাবা-মা দুজনেই স্বাভাবিক উচ্চতার ছিলেন। ছোট কালে গ্রামের মক্তব ছাড়া আর লেখা পড়া হয়নি জয়নাল আবেদীনের। তার কথায় হঠাৎ মনে হলো তিনি খুব লম্বা হয়ে যাচ্ছেন। তখন থেকেই বছর দু-একের মধ্যেই তিনি হয়ে উঠেন অস্বাভাবিক রকমের লম্বা। গতকাল সরেজমিনে তার উচ্চতা মেপে দেখা যায় ৬ফুট ৮ ইঞ্চি। তাকে একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন। রাস্তায় হাটতে গেলে মানুষ তাকিয়ে থাকে তার দিকে। এতে তার খুব ভালো লাগে বলে জানান। তার শোবার জন্য বিশেষ একটি চৌকি নির্মাণ করা হয়েছে যেটি সাত ফুটের বেশি লম্বা। থাকার সমস্যার কারণে তিনি আত্মীয়-পরিজনের বাড়িতে কখনো বেড়াতে গেলেও সেখানে রাত্রিবাসের বিষয়টি এড়িয়ে চলেন। জয়নাল আবেদনীনের বড় সমস্যা পায়ে ব্যথা ও শারীরিক দুর্বলতা। দারিদ্রের কারণে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেন না। তবে খুব খেতে ইচ্ছা করে। পরিবারের অবস্থা যখন ভাল ছিল তখন তিনি একেক বেলা আধা কেজি, পৌনে কেজি চালের ভাত নিমিষে সাবাড় করে ফেলতে পারতেন। মাছ-মাংশ দুটোই তার ভীষণ প্রিয়। দারিদ্রের কারণে খাওয়া-দাওয়া ঠিকমতো করতে পারেন না বলে ক্রমশ দুর্বল-কৃশকায় হয়ে পড়ছেন। জয়নাল আবেদীন জানান তার পায়ের মাপের জুতা বাজারে পাওয়া যায়না। অর্ডার দিয়ে বানাতে হয়। তার এক জোড়া জুতা বানাতে অনেক টাকা খরচ হয়। অনেক সময় তারা বানাতেও চায়না। শার্ট-প্যান্ট এসবও রেডিমেট কিনতে পারেন না তিনি। অর্ডার দিয়ে তৈরি করাতে হয়। দামী লুঙ্গি দৈর্ঘ্যে বড় থাকে। সেটি কিনতে পারলে মোটামুটি পড়তে পারেন। অল্পদামী লুঙ্গি তার হাঁটুর নিচের অংশ পর্যন্তই শুধু ঢেকে রাখতে পারে। তার হাত-পা স্বাভাবিক যে কোন মানুষের চেয়ে লম্বা। জয়নাল আবেদীন বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ কি-না তা নিশ্চিত করে বলা যায়না। বাংলাদেশে সবচেয়ে উচ্চতার কোন তথ্য-উপাত্ত কোন কর্তৃপক্ষের কাছে সংরক্ষণ নেই। আর্থিক অসচ্ছলতার কারনে ঠিক মত খাওয়া ধাওয়া, ঔষধ-চিকিতসা করাতে না পারায় দিনে দিনে দূর্বল হয়ে পড়ছেন জয়নাল। তাই তাকে মানবিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদেন কাছ অনুরুধ জানিয়েছেন তার বড় ভাই বিলাল মিয়া। বিস্তারিত…» ৬ ফুট ৮ইঞ্চি লম্বা কৃষক জয়নাল হবিগঞ্জের সবচেয়ে লম্বা ব্যক্তি

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *