একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে

মাধবপুর প্রতিনিধি ... হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আমাদের মুক্তিযুদ্ধে যুব সমাজ ও ছাত্র সমাজ ভুমিকা রেখেছে। দেশ স্বাধিন হওয়ায় সারা বিশ্বে এখন বাংলাদেশ কে চিনে। আমাদের দেশে জনসংখ্যা বেশি। কিন্তু এই জনসংখ্যা কোনো সমস্যা নয়। জনসংখ্যা কে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজ কে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে পারলে বিদেশিরা বিনিয়োগ করতে আগ্রহী হবে। প্রবাসি বাংলাদেশিরা দক্ষতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ বিনিয়োগের একটি উৎকৃষ্ট স্থান। দক্ষ জনশক্তি তৈরী করতে সমবায় আন্দোলন কে আরো জোরদার   হবে। সমবায় নামে কেউ যাতে অর্থ লোটপাট না করতে পারে সেদিকে নজর রাখতে হবে তিনি শনিবার সকালে উপজলো হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ৪৩ তম জাতীয় যুব ও সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ শাহাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা বেবি টেক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, সফল যুবক নাসির উদ্দিন, নাজমা আক্তার প্রমুখ। এর আগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *