কুখ্যাত ডাকাত আছকিরের বাড়িঘর উড়িয়ে দিল স্থানীয় জনতা

স্টাফ রিপোর্টার॥  চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে কুখ্যাত ডাকাত আছকিরের বাড়িঘর উড়িয়ে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। গত শনিবার ভোর সকালে উপজেলার মিরাশী, গাতাবলা, সাত্তালিয়া, কৃষ্ণপুর, সৈয়দাবাদ গ্রামের ৬/৭ শতাধিক স্থানীয় উত্তেজিত জনতা মিরাশী গ্রামের তগিনগরে অবস্থিত এ্যানিমি প্রোপার্টিতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে জবরদখল করে বাড়িঘর তৈরি করে থাকা বহু অপকর্মের হুতা কুখ্যাত আছকিরের বাড়িঘর উড়িয়ে দিয়েছে উল্লেখিত গ্রামের লোকজন। কুখ্যাত আছকিরের বাড়িঘর ভেঙ্গে তার ঘরের মালামাল ও আসবাবপত্রসহ আনুসাঙ্গিক মালামালগুলো রাণীগাঁও ইউনিয়ন অফিসে ইউপি চেয়ারম্যানের নিকট জমা দেয়া হয়েছে। উপজেলার মিরাশী গ্রামের মৃত হাজী আমর উল্লার পুত্র আছকির মিয়া (৫৫) ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর ১৯ এ অপরকে ফাসানোর দায়ে অবৈধ পাইপগান রাখার অপরাধে একটি মামলায় আছকির হবিগঞ্জ জেল হাজতে রয়েছে। এদিকে আছকিরের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা হাঙ্গামা, সরকারি জমি দখল, নারী নির্যাতন, নিরীহ মানুষকে মামলা মোকদ্দমায় হয়রানি, চুরি, ডাকাতি, জোয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। তার এহেন কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট বলে স্থানীয় উত্তেজিত জনতা বহু অপকর্মের হুতা ডাকাত আছকিরের বাড়িঘর ভেঙ্গে দেয়। ৯নং রাণীগাঁও ইউপি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সাথে এ বিষয়ে আলাপ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *